E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাজাহানপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

২০১৪ নভেম্বর ০৬ ১৯:৩৬:৫৮
শাজাহানপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

বগুড়া প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়াবাজারে ট্রাক-সিএনজি চালিত অটোটেম্পুর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুই মহিলা আহত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাপাতালে ভর্তি করে।

নিহতরা হলো সিএনজি অটোটেম্পুর যাত্রী শাজাহানপুর উপজেলার আমাল ইউনিয়নের জাদুবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে দলিল লেখক আব্দুর রশিদ (৬০), মোটরসাইকেল আরোহী যশোর জেলার মনিরামপুর উপজেলার মাহতাব আলীর ছেলে শহিদুল ইসলাম (৩০)। আহত দু’নারীর পরিচয় জানা যায়নি।

জানা যায়, অজ্ঞাতনামা এক সাইকেল আরোহী মহাসড়কের উল্লেখিত স্থান দিয়ে পার হওয়ার সময় বিপরীতমুখির একটি মোটরসাইকেল পিছন দিক থেকে ধাক্কা দিয়ে উভয়ই মহাসড়কে পড়ে যায়। একই সময় ঢাকাগামী ট্রাক দ্রুতগতিতে এসে মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বিপরীত মুখির আসা সিএনজি চালিত অটোটেম্পুর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই দলিল লেখক আব্দুর রশিদ (৬০) মারা যায়। আহত ৩ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর মোটরসাইকেল আরোহী শহীদুল ইসলামের মৃত্যু হয়।বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন দুই জনের পরিচয় পাওয়া যায়নি। ট্রাক আটক করা হয়েছে।

(ওএস/এটিআর/নভেম্বর ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test