E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দ্বন্দ্বে জড়ালেন তিন নির্বাচন কর্মকর্তা

২০২৩ নভেম্বর ১৫ ১৮:২৮:৪৭
দ্বন্দ্বে জড়ালেন তিন নির্বাচন কর্মকর্তা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : চাকরি জীবনের রেশারেশি থেকে ব্যক্তিগত দ্বন্দে জড়িয়ে পড়েছেন ঝিনাইদহের সাবেক ও বর্তমান তিন নির্বাচন কর্মকর্তা। প্রাণনাশের আশংকা থেকে এ নিয়ে হয়েছে থানায় জিডি। নির্বাচন কর্মকর্তাদের এই দ্বন্দে অফিস পাড়া ও নির্বাচন কমিশনে রীতিমত হৈচৈ পড়ে গেছে। ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান এ ঘটনায় জেলার সাবেক নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুস ছালেক ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে ঝিনাইদহ সদর থানায় জিডি করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো: রোকনুজ্জামান গত ২১ সেপ্টম্বর ঝিনাইদহে যেগদান করে শহরের কাঞ্চননগর পাড়ায় নতুন বাড়ি নির্মাণ কাজে হাত দেন। তিনি এর আগেও একাধিকবার ঝিনাইদহ জেলার দায়িত্বে ছিলেন এবং তখন এই জমি ক্রয় করেন। বাড়ির কাজ শুরুর পর থেকে তার প্রতিবেশী ও কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আলমগীর হোসেন এবং আরেক প্রতিবেশী আব্দুল কুদ্দুস জোয়রদার পেশী শক্তি খাটিয়ে কাজ বন্ধ করে দেন। এ সময় ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান মুঠোফোনে খুলনা রেঞ্জ ডিআইজি মো: নিজামুদ্দীন মোল্ল্যা ও অতিরিক্ত ডিআইজি মো: ইকবাল হোসেনের সাহায্য প্রার্থণা করলে ঝিনাইদহ সদর থানা পুলিশ নির্মাণ কাজ চালু রাখতে সহায়তা করেন।

জিডিতে উল্লেখ করা হয় পুলিশী হস্তক্ষেপের বিষয়টি আলমগীর হোসেন ও কুদ্দুস জোয়ার্দ্দার ভালভাবে না নিয়ে তারা হেনস্থা করার জন্য একের পর এক ঝিনাইদহ পৌরসভায় অভিযোগ করতে থাকেন। ফলে একই জমি সার্ভেয়ার দিয়ে পাঁচবার মাপজোখ করা হয়। গত ৭ নভেম্বর নির্মান শ্রমিকরা লাইট জ্বালিয়ে ছাদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুইজন শ্রমিক গুরুতর আহত হয়। দুই শ্রমিক আহত নিয়ে আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস জোয়াদ্দার ও তার মেয়ে সুলতানা উপস্থিত জনতাকে উস্কে দেন। এ সময় ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামানকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। জিডিতে দাবী করা হয় দুই নির্মাণ শ্রমিক আহত ও পরিবর্তীত পরিস্থিতি উস্কে দিতে এ ঘটনার সঙ্গে যোগ দেন ঝিনাইদহ থেকে সদ্য বদলী হওয়া জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুস ছালেক।

ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা মো: রোকনুজ্জামান জানান, গত দেড় মাস আগে কর্তৃপক্ষ আমাকে উপযুক্ত বিবেচনা করে এই জেলায় পদায়ন করেছেন। কিন্তু আব্দুস ছালেক কোনভাবেই মানতে পারছে না। তাই তিনি ক্রমাগত ভাবে নির্বাচন কমিশনসহ একাধিক স্থানে আমাকে নিয়ে কুৎসা রুটনাসহ ঝিনাইদহ থেকে তাড়ানোর অন্যায় চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অফিসে প্রতিদিনই রাত ৮-৯ টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। এ কারণে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক, প্রতিবেশী কুদ্দুস জোয়ার্দ্দার ও তার মেয়ে মিলে তাকে প্রাণনাশসহ যে কোন ধরনের ক্ষতি সাধন করতে পারে। এঘটনায় তিনি ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নং ৫১১। বিষয়টি নিয়ে বুধবার বিকালে ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেকের বক্তব্য জানতে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

তবে কুমারখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, জিডির বিষয়ে আমি তো কিছুই জানি না। তাছাড়া ঘটনার সঙ্গে আমি নুন্যতম জড়িত নয়। তাই আমার বিরুদ্ধে জিডি করা চরম অন্যায় হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন উদ্দীন জানান, বিষয়টি নিয়ে একটি জিডি হয়েছে। ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

(একে/এসপি/নভেম্বর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test