E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদকমুক্ত সারিয়াকান্দি গড়তে  আ’লীগের সাধারণ সম্পাদক শাহী সুমন

২০১৪ নভেম্বর ০৭ ১০:৫২:৪৫
মাদকমুক্ত সারিয়াকান্দি গড়তে  আ’লীগের সাধারণ সম্পাদক শাহী সুমন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে মাদক বিক্রেতা ও সেবীদের এখন আতংকে দিন কাটছে। মাদক নির্মুলে চলছে সাড়াশি অভিযান। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনের উদ্যোগে মাদক নির্মুল কমিটি গঠন করা হয়েছে।

তার এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে এগিয়ে এসেছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সচেতন মহল।পুলিশ প্রশাসনও নড়ে চড়ে বসেছে। অপরাধীদের গ্রেফতারে প্রতিদিন বিভিন্ন স্থানে চলছে চিরুনি অভিযান। গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। বড় বড় মাদক বিক্রেতারা দিয়েছেন গা ঢাকা, অনেকেই এখন এলাকা ছেড়েছেন। এলাকায় যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ নিজেদের ভুল বুঝতে পেরে সভা সমাবেশে উপস্থিত হয়ে মাদক বিক্রি আর সেবন করবেন না বলে বক্তব্য দিয়ে অঙ্গিকার করছেন।

প্রতিদিন পৌর এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধি সমাবেশ হচ্ছে। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামে মাদক বিরোধী সমাবেশে আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদক নির্মুলের উদ্যোক্তা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমন।

বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সুরুতজামানের সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো বক্তব্য রাখেন,থানা অফিসার ইনচার্জ এএসএম ওয়াহেদুজ্জামান, আওয়ামীলীগনেতা মতিউর রহমান মতি, সাংবাদিক রফিকুল ইসলাম,পৌর ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা আব্দুল করিম,আব্দুল কুদ্দুস প্রমুখ।

মাদকের কুফল বুঝতে পেরে নিজেদের শুধরে নেয়ার অঙ্গীকার করে বক্তব্য রাখেন কয়েকজন মাদকসেবী ও বিক্রেতা। এলাকার রেজাউল করিম, আলহাজ্ব মতিউর রহমান,সহিদুল ইসলাম জানান, মাদকের ভয়াবহ ছোবলে যুব ও ছাত্র সমাজ বিপদগামী হচ্ছে। মাদকের হাত থেকে রক্ষা পেতে সামাজিক আন্দোলন প্রয়োজন। এমন একটি মহৎ উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আলমগীর শাহী সুমন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভা সমাবেশ অব্যহত থাকবে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

(এএসবি/এসসি/নভেম্বর০৭,২০১৪)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test