E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী হাজী রুবেলের নির্বাচনী প্রচারণা সভা

২০২৩ নভেম্বর ১৮ ১৮:৩৯:৫৮
ভৈরবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী হাজী রুবেলের নির্বাচনী প্রচারণা সভা

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভৈরবে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ রুবেল হোসেনের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে নির্বাচনীয় মতবিনিময় সভা করেন হাজী মোহাম্মদ রুবেল হোসেনের সমর্থনকারী ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা। ভৈরবে হাজী মোহাম্মদ রুবেল হোসেনের পক্ষ থেকে পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামদের সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এক নির্বাচনী প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার সভাপতি শাহ মোহাম্মদ খন্দকার দ্বীন ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরে তরিকত মাওলানা উছমান গণি আল ক্বাদেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরে কামেল বীরমুক্তিযোদ্ধা এ.আই.এম মাহবুব উল্লাহ আল ক্বাদেরী।

এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভৈরব উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শায়েখ আতাউর রহমান মোজাহেদী, হযরত মাওলানা রহমতুল্লাহ কামাল, মাওলানা এমদাদুল হক্ব আল ক্বাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শিবপুর ইউপি শাখার সভাপতি মাওলানা আব্দুল হেলিম আল ক্বাদেরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কালিকাপ্রসাদ ইউপি শাখার সভাপতি ডা. মো. শাহ আলম প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড থেকে নেতাকর্মী ও বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম খতিব ও ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হাজী মোহাম্মদ রুবেল হোসেন সমর্থনে আলাদা আলাদা বক্তব্য প্রদান করেন। এ সময় হাজী মোহাম্মদ রুবেল হোসেন এর পক্ষে সকলে সর্বাত্মক সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

বক্তারা বলেন, সুন্নী জামায়াত শুধু মসজিদ পর্যন্ত সীমাবদ্ধ থাকতে চাই না। তারা সংসদে ইসলামীক আন্দোলন ও গরীব-দুঃখীদের পক্ষে কাজ করার অধিকার রাখে। তাই ভৈরব-কুলিয়ারচর আসনে হাজী মোহাম্মদ রুবেল হোসেনকে সংসদ সদস্য বানাতে চান।

আসন্ন সংসদ নির্বাচন যেন অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্য নির্বাচন কমিশনের প্রতি উপস্থিত বক্তারা জোড় দাবী জানান।

মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ রুবেল হোসেন বক্তব্যের শুরুতেই বলেন, অবাদ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন বলে নির্বাচন কমিশনের প্রতি আস্থা রয়েছে। আমি নির্বাচিত হলে আর্থসামাজিক উন্নয়নে সংসদীয় এলাকার গরীব-দুঃখী মানুষের অধিকারের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী হাজী মোহাম্মদ রুবেল হোসেনকে পরিচয় করিয়ে দেন ও মোমবাতী প্রতিক তার হাতে তুলে দেন।

(এসএস/এসপি/নভেম্বর ১৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test