E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন মাশরাফি বিন মুর্তজা

২০২৩ নভেম্বর ২০ ১৫:০০:৫৭
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন মাশরাফি বিন মুর্তজা

রূপক মুখার্জি, লোহাগড়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নন্দিত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২ টার দিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ'র আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে তার ( মাশরাফি বিন মর্তুজা) পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুভাষ চন্দ্র বোস।

খুলনা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পূর্বে নড়াইল ২ আসনের বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা গণভবনে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন।

আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মাশরাফি বিন মর্তুজার মনোনয়ন ফরম সংগ্রহককালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবি এডভোকেট গোলাম নবী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দি, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক মেয়র আশরাফুল আলম, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিআরডিবি চেয়ারম্যান এম এম রাশেদ হাসান, লাহুড়িয়া ইউপি'র চেয়ারম্যান সিকদার কামরান আহম্মদ, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার ওহিদুজ্জামান, জাতীয় শ্রমিক লীগ লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুবেল শেখসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সমর্থকরা।

(আরএম/এএস/নভেম্বর ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test