E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ফরিদপুরে হরতাল সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

২০২৩ নভেম্বর ২০ ১৮:৩৬:২৪
ফরিদপুরে হরতাল সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

ফরিদপুর জেলা প্রতিনিধি : বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতাল কর্মসূচীর সমর্থনে আজ সোমবার সকালে ফরিদপুর জেলা মহানগর ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল পথসভা অনুষ্ঠিত হয়। 

সকাল সাতটায় শহরের টেপাখোলা লেকপারে উক্ত কর্মসূচি পালন করে সংগঠনটি। কোতোয়ালি থানা বিএনপি'র সদস্য সচিব নাজমুল আলম চৌধুরী রঞ্জন এর সভাপতিত্বে শহরের টেপাখোলা লেকপাড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে স্থানীয় এলাকা প্রদক্ষিন শেষে পুনরায় আরম্ভস্থলে এসে সংক্ষিপ্ত পথ সভার অনুষ্ঠিত হয়।

এ সময় ফরিদপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি রফিকুল ইসলাম রনি,মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম সোহাগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি নুরুল ইসলাম রাব্বি, জেলা যুবদলের সহ-সভাপতি আরমান হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত পথ সভায় বক্তারা বলেন, এই সরকারের অধীনে কখনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে না।আন্দোলনের মাধ্যমেই আমাদের ভোটের অধিকার আদায় করতে হবে।

বক্তারা চলমান আন্দোলনকে সফল করার লক্ষ্যে নেতাকর্মী সহ সাধারণ মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানান

(ডিসি/এসপি/নভেম্বর ২০, ২০২৩)

পাঠকের মতামত:

০৯ ডিসেম্বর ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test