E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মনোনয়ন ফরম নিলেন ৮ প্রার্থী

কে হচ্ছেন মৌলভীবাজার-৪ আসনের নৌকার মাঝি

২০২৩ নভেম্বর ২২ ১৬:৩৩:৫২
কে হচ্ছেন মৌলভীবাজার-৪ আসনের নৌকার মাঝি

মো. আল-আমিন, শ্রীমঙ্গল : তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৮ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৮ জন সম্ভাব্য প্রার্থী।

গত শনিবার থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত ঢাকা বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তারা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন ৬ বারের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় আ'লীগের সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মো. মনসূরুল হক, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান আজাদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থ, বাংলাদেশ আ'লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক নবারুণ দাস রিপন, সাবেক শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আকরাম খান ও সোহেল আহমদ।

মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সমন্বয়ক দলের সদস্য আনিসুল ইসলাম জুয়েল। কে হবে নৌকার মাঝি এ নিয়ে শ্রীমঙ্গল-কমলগঞ্জে চলছে আলোচনা সমালোচনার জোয়ার।

(এ/এসপি/নভেম্বর ২২, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test