E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

গোপালগঞ্জে আনসার ও ভিডিপির ৪২ কৃতি সদস্য পেলেন বাই সাইকেল

২০২৩ নভেম্বর ২৩ ১৪:১৯:৫৮
গোপালগঞ্জে আনসার ও ভিডিপির ৪২ কৃতি সদস্য পেলেন বাই সাইকেল

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪২ কৃতি সদস্যর মধ্যে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এসব বাই সাইকেল বিতরণ করা হয়।

গোপালগঞ্জ শহরের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ মাঠে বাহিনীর সদস্যদের হাতে বাই সাইকেল তুলে দেন জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি।

বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা সার্কেল এ্যাডজুট্যান্ট অজিত কুমার ঘোষ, টুঙ্গিপাড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা গোলাম হারুন, গোপালগঞ্জ সদর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ শাহজাহান, কোটালীপাড়া উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা মোঃ ফয়সাল হক, মুকসুদপুর উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সাইফুল ইসলাম, কাশিয়ানী উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্মকর্তা সম্পা বেগম, গোপালগঞ্জ সদর উপজেলার সাহাপুর ইউপি’র ভিডিপি দলনেতা সরজিৎ সিকদার সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট ফজলে রাব্বি বলেন, বাহিনীর কর্মকান্ড আরো গতিশীল করতে জেলার ভাতাভোগী ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডাদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাই সাইকেল বিতরণ করা হয়েছে। অবদানের স্বীকৃতি পেয়ে বাহিনীর সদস্যরা আরো আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দেশের জন্য কাজ করবেন বলে আমি বিশ্বাসি করি ।

(এমএস/এএস/নভেম্বর ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test