E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে নৌকার মাঝি হতে চান ৪৪ নেতা

২০২৩ নভেম্বর ২৩ ১৮:৩১:৫৯
দিনাজপুরে নৌকার মাঝি হতে চান ৪৪ নেতা

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে একই আসনে স্বামী-স্ত্রীসহ ৬ টি আসনে আওয়ামী লীগের ৪৪ জন প্রার্থী নৌকার মাঝি হতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা।

এর মধ্যে দিনাজপুর- ২'( বীরগঞ্জ- কাহারোল) আসনে ৭ জন, দিনাজপুর-২ ( বোচাগঞ্জ-বিরল) আসনে ২ জন, দিনাজপুর-৩ ( সদর)আসনে ৮ জন, দিনাজপুর- চিরিরবন্দর-খানসামা) ৪ আসনে ১২ জন,দিনাজপুর- পার্বতীপুর-ফুলবাড়ী) ৫ আসনে ৬ জন ও দিনাজপুর- ( বিরামপুর- নবারগঞ্জ- ঘোড়াঘাট-হাকিমপুর) ৬ আসনে ৯ জন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলগের দলীয় প্রতীক নৌকা চেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি আমিনুল ইসলাম,কহারোল উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু হুসাইন বিপু, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা বরদা ভূষণ রায় লিটন,ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রভাষ চন্দ্র রায়।
দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসন থেকে বর্তমান সংসদ সদস্য ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায়ের ছেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ডা. মানবেন্দ্র রায়।

দিনাজপুর-৩ (সদর) আসন থেকে বর্তমান সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ ও তার স্ত্রী আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য অ্যাডভোকেট তৈয়বা বেগম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ,বৃহত্তর দিনাজপুরে মহিলা সংসদ সদস্য আডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁইয়ের ভাই আবু হাসনাইন,সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল ইসলাম ও মহিলা আওয়ামী লীগের নেত্রী মোমেনা আক্তার লিপি।

দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসন থেকে বর্তমান সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক হুইপ ও কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মিজানুর রহমান মানু, জেলা আওয়ামী লীগের সদস্য ও স্বাধীনতা পদকপ্রাপ্ত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাজী মো. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুর রহমান পারভেজ, খানসামা উপজেলার বাংলা ভাষা কলেজের অধ্যক্ষ শাহ মো. আবু হাসান টুটুল, নীলফামারী জেলার সৈয়দপুর সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মো. কামাল হোসেন, দেলোয়ার হোসেন দুলু, চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারিক, জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চিরিরবন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসন থেকে বর্তমান সংসদ সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফেদ আশফাক আকন্দ তুহিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দুল আলম শান্ত, পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মো. শাহজাদ হোসেন সাজ্জাদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. মো. মোজাম্মেল হক।

দিনাজপুর-৬ ( বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসন থেকে বর্তমান সংসদ সদস্য শিবলী সাদিক, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সাবেক সংসদ সদস্য ড. আজিজুল হক চৌধুরী, দিনাজপুর জেলা আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক আতাউর রহমান,বিরামপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ করিব, ঘোড়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রাফে খন্দকার শাহেনশাহ, বিরামপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান মণ্ডল, জেলা যুবলীগের সাবেক সহ-সম্পাদক সুলতানা বেগম, এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য প্রদীপ চৌধুরী।

নৌকার মাঝি হতে দলীয় মনোনয়ন চেয়ে যারা মমনোনয়নপত্র ক্রয় করে জমা দিয়েছেন,তারা ইতোমধ্যেই লবিং গ্রুপিং করে দৌড়ঝাঁপ শুরু করেছেন। কমপেশি সকলেই এখন রাজধানী ঢাকায় অবস্থান করছেন।

(এসএস/এসপি/নভেম্বর ২৩, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test