E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ভারতীয় দম্পতি নিহত

২০২৩ নভেম্বর ২৫ ১২:৪৫:৫১
সাতক্ষীরায় প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, ভারতীয় দম্পতি নিহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ভারতীয় দম্পতির মৃত্যু হয়েছে। এ সসময় মারাত্মক আহত হয়েছেন প্রাইভেটকার চালক। শনিবার সকাল সোয়া সাতটার দিকে সাতক্ষীরা শহরের ৩৩ বিজিবি ক্যাম্পের সামনে মিলগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত প্রাইভেট চালককে আশঙ্কাজনক অবস্থায় খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন, ভারতীয় রেল মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশের খুলনা- মঙ্গলা রেলপথ নির্মাণ প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার ও পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা অসীম কুমার বিশ্বাস (৬০) ও তার স্ত্রী পশ্চিমবঙ্গের করিমপুরের ছবি রানী বিশ্বাস (৪৮)। আহত প্রাইভেট চালক হলেন খুলনার ফুলবাড়ি গেট এলাকার আব্দুল হাই এর ছেলে সজীব হোসেন (৩৫)।

খুলনা- মঙ্গলা রেললাইন প্রকল্পের যুগ্ম ম্যানেজার বীরেন্দ্রনাথ সাহা জানান, অসীম কুমার বিশ্বাস(পাসপোর্ট নংÑজেড-৬৩৭০৪৫২) ও তার স্ত্রী ছবি রানী বিশ্বাস(ভি-৯০৬২৯২১) শনিবার ভোরে ঢাকা মেট্রো- খ-১৩-৩৫১৪ নম্বরের একটি করলা এক্সিও প্রাইভেটকারে করে ভারতে যাওয়ার জন্য খুলনা থেকে ভোমরা বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। তাদের বহনকারি প্রাইভেটকারটি শনিবার সকাল সোয়া সাতটার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ক্যাম্প এলাকারা মিলগেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি তেলের ড্রাম বহনকারি ট্রাকের (ঢাকা মেট্রা-ট-২০-৮৭৭০) এর সঙ্গে মুখোমুখি সঙ্ঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অসীম কুমার বিশ্বাস ও তার স্ত্রী ছবি রানী বিশ্বাস মারা যান। মারাত্মক জখম প্রাইভেট চালক সজীব হোসেনকে ফায়ার সিভিল ডিফেন্স এর সদস্যরা প্রাইভেটকার কেটে বের করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে খুলনা ৫০০ শয্যা হাসপাতালে ভর্তি করেছেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ সাইফুল ইসলাম জানান, প্রাইভেট চালক সজীব হোসেনের অবস্থা আশঙ্কা জনক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিদুল ইসলাম জানান, নিহত ভারতীয় দম্পতির লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও প্রাইভেটকার পুলিশের জিম্মায় নেওয়া হয়েছে।

(আরকে/এএস/নভেম্বর ২৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test