E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অবরোধ ডেকে মাঠে নেই আন্দোলনকারীরা

২০২৩ নভেম্বর ২৬ ১৩:২৪:২০
অবরোধ ডেকে মাঠে নেই আন্দোলনকারীরা

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : রবিবার সকাল ছয়টা থেকে দেশব্যাপী আবারও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করছে বিএনপি। আগামী মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে এই কর্মসূচি। এ নিয়ে সাত দফা অবরোধ কর্মসূচি পালন করছে দলটি। প্রতিবারের ন্যায় এবারও নীলফামারীতে অররোধ ডেকে মাঠে নেই সরকারবিরোধী আন্দোলনরত দলের নেতা-কর্মীদের কেউই।

ভোর থেকে জেলা বিএনপির কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসারের কার্যক্রম শুরু হলে বিজিবির একটি দল জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নিয়েছে। নীলফামারীতে জীবনযাত্রা স্বাভাবিকভাবেই চলছে।

অবরোধের কোন প্রভাব চোখে পড়ছে না। সড়কে যেমন যানবাহন চলাচল স্বাভাবিক আছে, তেমনি রেলও চলেছে নির্ধারিত সময়ে।

গত ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ডের প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল দিয়েছিল বিএনপি। এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর ৩১ অক্টোবর থেকে মাঝেমধ্যে বিরতি দিয়ে ষষ্ঠ দফা সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচি দেয় বিএনপি।

এছাড়া ১৯ ও ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি পালন করে দলটি। এবার দলটি ডেকেছে সপ্তম দফার অবরোধ। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা আরও কয়েকটি রাজনৈতিক দলও একই ধরনের কর্মসূচি পালন করে আসছে। বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, এলডিপি, লেবার পার্টিসহ সমমনা দলগুলোও পৃথকভাবে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু করেছে।

(ওআরকে/এএস/নভেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test