E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকা পেলেন অসীম, শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কেন্দুয়ায় বিশাল আনন্দ মিছিল

২০২৩ নভেম্বর ২৬ ১৯:৩৭:৩৮
নৌকা পেলেন অসীম, শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কেন্দুয়ায় বিশাল আনন্দ মিছিল

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৯ নেত্রকোনা-৩ আসনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নৌকা প্রতীক পেলেন অসীম কুমার উকিল। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগ সংস্কৃতি বিষয়ক সম্পাদক নব্বইর গণ আন্দোলনের অন্যতম ছাত্রনেতা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য। তার সততা কর্তব্যনিষ্ঠা ও সাংগঠনিক কাজের দক্ষতার  মূল্যায়ন করে বঙ্গবন্ধু কন্যা আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার বিকালে আনুষ্ঠানিকভাবে অসীম কুমার উকিলের হাতে নৌকার মনোনয়নপত্র তুলে দেন।

দ্বিতীয়বারের মতো নেত্রকোনা-৩ আসনে অসীম কুমার উকিলকে নৌকা প্রতীকে সংসদ সদস্যে প্রার্থী হিসাবে মনোনীত করে তার হাতে নৌকা প্রতীকের মনোনয়পত্র তুলে দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রোববার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলা সদরে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বিশাল আনন্দ মিছিল বের করে। কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো: আসাদুল হক ভ‚ঞার অসুস্থ থাকায় মিছিলে নেতৃত্ব দেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভ‚ঞা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান ভ‚ঞা ও তাজুল ইসলাম তাজু প্রমুখ। এছাড়া উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন নেতৃবৃন্দসহ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারীনেত্রী জাহানারা রুজি, কেন্দুয়া উপজেলা যুব মহিলালীগের সভাপতি কল্যাণী হাসান, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপিসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। অপর দিকে কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, তাতীলীগ, যুব মহিলালীগ ও মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিলে অংশ নেন। মিছিল শেষে কেন্দুয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সুষ্ঠু নিরপেক্ষ ও আনন্দমূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভ‚ঞা ও যুগ্ম সাধারণ সম্পাদক মো: কামরুল হাসান ভ‚ঞা। তারা আওয়ামীলীগের সকল নেতাকর্মীকে নৌকার বিজয়ী নিশ্চত করতে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন আনন্দমূখর পরিবেশে পরিচালনার আহবান জানান।

(এসবিএস/এএস/নভেম্বর ২৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test