E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বিএনপি নির্বাচনে আসলে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে’

২০২৩ নভেম্বর ২৭ ১৫:২৭:২৮
‘বিএনপি নির্বাচনে আসলে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে’

একে আজাদ, রাজবাড়ী : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী জেলার নির্বাচন সংলিষ্ট কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে- জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেন, বিএনপি নির্বাচনে আসলে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।

তিনি আরো বলেন, আপনারা জেনে অবাক হবেন যে আগের র্নিবাচনে আগে ও পরে জনগনের শান্তি শৃংখলা রক্ষায় পুলিশ নিয়োজিত থাকতো। এখন থেকে নির্বাচনের পরের ১৫দিন পুলিশ,বিজিবি, আনসার সহ আইনশৃংখলা বাহিনী মোতায়েন থাকবে।

প্রেস ব্রিফিংয়ে এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মোছা: মোরশেদা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহাগ হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত শাখার ডেপুটি কালেক্টর মো: সাইদুল ইসলাম, সহকারী কমিশনার শিবরাজ চৌধুরী, জাহাঙ্গীর আলম বাবু, রাজবাড়ীর বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ।

(একে/এসপি/নভেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test