E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পঞ্চমবারের মতো নৌকার মাঝি হলেন ড. আব্দুর রাজ্জাক

২০২৩ নভেম্বর ২৭ ১৭:৩০:৪০
পঞ্চমবারের মতো নৌকার মাঝি হলেন ড. আব্দুর রাজ্জাক

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) সংসদীয় আসনে ৫ম বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। 

রবিবার (২৬ নভেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এবার টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৪টি আসনে বর্তমান এমপিদের কপাল পুড়েছে। গোয়েন্দা (ডিএসবি ও এনএসআই) একাধিক সংস্থার গোপনে চূড়ান্ত জরিপ শেষে শেখ হাসিনা টাঙ্গাইলের তালিকা তৈরি করেন।

তালিকা অনুযায়ী টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও সফল কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি।

এবার দিয়ে তিনি টানা পঞ্চম বারের মতো দলীয় মনোনয়ন পেলেন। ২০০১ সালে ড. আব্দুর রাজ্জাক এই আসনে বিজয়ী হওয়ার পর থেকে আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।

তিনি বিগত দিনে মধুপুর ও ধনবাড়ি উপজেলাকে একটি আধুনিক ও যুগোপযোগী শহর হিসেবে গড়ে তুলেছেন। ইতিমধ্যে তিনি মধুপুরে স্টিল রাইস সাইলো, বহুল আলোচিত ইকো পার্ক, ম্যাটস্ সহ আরও অনেক প্রতিষ্ঠানের উদ্বোধন করেছেন।

তিনি মধুপুরবাসীকে ফিলিপাইন থেকে উন্নত জাতের আনারস এমডি-২ উপহার দিয়েছেন যা বর্তমানে কৃষক চাষ করে ব্যাপক লাভবান হচ্ছে।

কৃষকের ধান আবাদে খরচ কমাতে তিনি অর্ধেক দামে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছেন। তিনি উন্নত ও বেশি ফলনশীল জাতের ধানের বীজ কৃষকের মাঝে বিতরণ করেছেন। মধুপুর ধনবাড়ি উপজেলার বিভিন্ন এলাকার রাস্তাঘাট তিনি পাকা করে দিয়ে মানুষকে জনদূর্ভোগ থেকে রক্ষা করেছেন।

এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মধুপুর- ধনবাড়ীবাসী আবারও ড.আব্দুর রাজ্জাক এমপিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পেয়েছেন। আগামী ৭জানুয়ারী মধুপুর- ধনবাড়ীবাসী বিপুল ভোটের মাধ্যমে তাকে জয়ী করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন এমনটাই প্রত্যাশা সকলের।

(এসএম/এসপি/নভেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test