E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

২০২৩ নভেম্বর ২৭ ১৭:৪১:৩৮
ফরিদপুরে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

দিলীপ চন্দ, ফরিদপুর : হিজড়া ও ঝুঁকিপূর্ণ পুরুষ জনগোষ্ঠিদের সরকারী স্বাস্থ্য সেবা কেন্দ্রে চিকিৎসা সেবা গ্রহণে উদ্ধুদ্ধ করণ, সেবা প্রদানকারী চিকিৎসকদের হিজড়া ও ঝুঁকিপূর্ণ পুরুষ জনগোষ্ঠি সম্পর্কে অবহিত করণ, সরকারি সেবা প্রদান প্রতিষ্ঠানসমূহে একটি ইতিবাচক ও  সেবাবান্ধন পরিবেশ নিশ্চিত করসহ তাদের ঝুঁকিপূর্ন আচরণ পরিবর্তনে চিকিৎসকের করণীয় বিষয়গুলোকে সামনে নিয়ে আজ সোমবার ঢাকা আহ্ছানিয়া মিশন ফরিদপুরের আয়োজনে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এক বিশেষ এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

জেলা ইনচার্জ মো. পলাশ খানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান। সভায় আলোচনায় অংশগ্রহণ করেন জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. গনেশ কুমার আগারওয়ালা, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. আল-আমিন সরোয়ার, ডিষ্ট্রিক্ট সারভেইল্যান্স মেডিক্যাল অফিসার ডা. এ কে এম আহসানুজ্জামানসহ প্রমুখ।

মূল আলোচনায় মো. পলাশ খান বলেন, গ্লোবাল ফান্ডের চলমান প্রকল্পটি আগামী ডিসেম্বর ২০২৩ খিষ্টাব্দে শেষ হয়ে যাবে। সেপ্রেক্ষাপটে বর্তমান প্রকল্পের একটি অন্যতম কার্যক্রম হচ্ছে প্রকল্পের লক্ষিত জনগোষ্ঠিদের জীবন মান পরিবর্তন ও সুস্থ্যতা নিশ্চিত করণে সরকারী চিকিৎসা কেন্দ্রে যেতে উৎসাহিত করা, তথায় নিয়মিত গমনাগমন নিশ্চিত করা, সরকারী চিকিৎসা সেবা প্রদাকারী প্রতিষ্ঠানগুলোর সম্মানিত চিকিৎসকদের স্বাস্থ্য সেবা প্রদানে একটি ইতিবাচক এবং সেবাবান্ধন পরিবেশ নিশ্চিত করা।

তিনি আরো বলেন, গ্লোবাল ফান্ডের চলমান প্রকল্প থেকে শুধুমাত্র ঝুঁকিপূর্ন পুরুষ এবং হিজড়াদের এইচআইভি এইডস প্রতিরোধসহ যৌন ও সাধারণ রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। কিন্তু ঝুঁকিতে থাকা তাদের স্ত্রীদের চিকিৎসা সেবা প্রদানের কোন সুযোগ চলমান প্রকল্পে নেই। সেপ্রেক্ষাপটে সরকারী স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে তাদের স্ত্রীদের চিকিৎসা সেবা গ্রহণ নিশ্চিতকরণে একটি ইতোবাচক পরিবেশ তৈরি করে দেয়া প্রকল্পের মূল লক্ষ্য।

ডা. গনেশ কুমার আগারওয়ালা বলেন, ফরিদপুর জেলায় যেসকল প্রতিষ্ঠান এইচআইভি এইডস প্রতিরোধে কাজ করছে তাদের সকলকে নিয়ে একটি সমন্বিত সভা সম্পাদন এবং সকলের কার্যক্রম সস্পর্কে জেলা স্বাস্থ্য বিভাগের পূর্নাঙ্গ তথ্য থাকা জরুরী।

ডা. আল-আমিন সরোয়ার বলেন, হিজড়া জনগোষ্ঠির আচরণ পরিবর্তনসহ তাদের মূল ধারায় ফিরিয়ে আনতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ডা. এ কে এম আহসানুজ্জামান বলেন, সচেতনতা বাড়লেও এইচআইভি এইডস সংক্রমন বাড়ছে সুতরাং এইচআইভি এইডস প্রতিরোধে আমাদের সকলকে এক হয়ে কাজ করা এখন সময়ের দাবী।

ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, হিজড়াসহ ঝুঁকিপূর্ণ পুরুষ জনগোষ্টির আচরণ পরিবর্তনে আমাদের সকলের বিশেষকরে চিকিৎসকদের ভূমিকা গ্রহণ জরুরী। কেননা চিকিৎসা প্রদানের পাশাপাশি চিকিৎসগণ ঝুকিপূর্ণ জনগোষ্ঠিদের বিভিন্ন ধরণের সচেতনতা মূলক স্বাস্থ্য তথ্য প্রদান করতে পারেন। তিনি সর্বাবস্থায় ধর্মীয় অনুশাসন মেনে চলতে সকলের প্রতি আহবান জানান।

(ডিসি/এসপি/নভেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

১১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test