E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নাজমুল হাসান পাপন

২০২৩ নভেম্বর ২৭ ১৯:২৮:০৩
কিশোরগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন নাজমুল হাসান পাপন

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। এ নিয়ে চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন তিনি।

২৬ নভেম্বর রবিবার বিকাল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ দিকে ভৈরব ও কুলিয়ারচরের নেতা কর্মীদের নিয়ে আগামী ২৯ নভেম্বর মনোনয়ন জমা দেয়ার প্রস্তুতি নিয়ে রেখেছেন আলহাজ্ব নাজমুল হাসান পাপন। ওই দিন সকালে নাজমুল হাসানের ভৈরবস্থ বাস ভবনে সকালে মিলাদ মাহফিল শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন জমা দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জানা যায়, ২০০৯ সালে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে তার ছেলে নাজমুল হাসান পাপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিন মেয়াদেও এই আসনে সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন পাপন। তিনি এই তিন মেয়াদে ১৫ বছরে ব্যাপক উন্নয়ন করেছেন ভৈরব ও কুলিয়ারচর সংসদীয় আসনে।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থা ভাজন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের ছেলে ও নারীনেত্রী শহীদ আইভি রহমানের ছেলে ও তাঁর স্নেহভাজন নাজমুল হাসান পাপনকে বিনাপ্রতিদ্ব›িদ্বতায় একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভসহ দলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।

(এসএস/এএস/নভেম্বর ২৭, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test