E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ৩ দিনব্যাপী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন

২০২৩ নভেম্বর ২৮ ১৮:০৩:৫৮
মাগুরায় ৩ দিনব্যাপী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন সম্পন্ন

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা সদর উপজেলার বেরইল-পলিতা ইউনিয়নের বাটাজোড় গ্রামের হিন্দু সম্প্রদায়ের আয়োজনে নবগঙ্গা নদীর তীরে অবস্থিত ঐতিহ্যবাহী চন্ডি চাঁদের আশ্রম প্রাঙ্গণে শ্রী কৃষ্ণের রাস যাত্রা উপলক্ষে ৩ দিনব্যাপী প্রথম বার্ষিকী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন আজ মঙ্গলবার বিকালে নগর কীর্তন ও প্রসাদ বিতরণ এর মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

গোসাই চন্ডি চাঁদ আশ্রম কমিটির কোষাধ্যক্ষ সঞ্জয় কুমার দাস জানান, এখন থেকে প্রতি বছর আশ্রমে এ অনুষ্ঠান করা হবে।

মহমৃমদপুরে উপজেলার নহাটা গ্রামের কৃষ্ণ ভক্ত অশোক কুমার ঘোষ জানান, আমি নিজেও এখানে গান করেছি অনেক সুন্দর একটি স্থান এবং বিভিন্ন স্থান থেকে এ লীলা কীর্তন অংশ গ্রহণ করেন হাজার হাজার ভক্তবৃন্দ।

(বিএস/এসপি/নভেম্বর ২৮, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test