E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে কুপিয়ে হত্যা, গ্রেফতার-১

২০১৪ নভেম্বর ০৮ ১০:৫৫:৩৭
রায়পুরে কুপিয়ে হত্যা, গ্রেফতার-১

রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি :লক্ষ্মীপুরের রায়পুরে তুচ্ছ ঘটনায় সিরাজ মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে দেশীয় খুনতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।

এ সময়  সিরাজ মিয়াকে উদ্ধারে এগিয়ে আসলে ফজল করিম মাল নামক অপর একজনকে পিটিয়ে মারাত্মক আহত করে তারা।

 

নিহত সিরাজ মিয়া উত্তর গাইয়ারচর গ্রামের রাড়ীবাড়ীর আব্দুল মজিদের ছেলে।

এঘটনায়, শনিবার সকালে আবুল হাসিম বাদী হয়ে আহছান উল্যা মালসহ ৪ জনকে আসামী করে থানায় হত্যা মামলা করেছেন। আহছান উল্যার ছেলে হারুন মাল কে গ্রেফতার করেছে পুলিশ।


পুলিশ রাতে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে স্থানীয়রা আহত করিমকে উদ্ধার করে রায়পুর মেঘনা হাসপাতালে ভর্তি করেছে ।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উপজেলার ৯ নং উত্তর চরআবাবিল ইউনিয়নের উত্তর গাইয়ারচর গ্রামের মালের বাড়ীর সামনে।

মামলার এজাহারে জানা যায়, শুক্রবার বিকালে বাড়ীর পাশের উত্তর গাইয়ারচর জামে মসজিদ থেকে আছরের নামাজ পড়ে বাড়ী আসার পথে সিরাজ মিয়া সাথে একই গ্রামের আহছান উল্যা মালের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাঠাকাটি হয়।

একপর্যায়ে ,আহছান উল্যার ছেলে হারুন, আব্দুল হামিদ মালসহ ৪জন মিলে সিরাজ মিয়াকে দেশিও খুনতি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক জখম করে। এতে তার বাম চোখ ও বাম পা গুরুতর জখম হয়।

পরে স্থানীয় লোকজন আহত সিরাজ মিয়াকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সিরাজ মিয়া রাত ৯ টার দিকে পথেই মারা যান।

রায়পুর থানার ওসি একেএম মনঞ্জুরুল হক আখন্দ বলেন, নিহত সিরাজ মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে গ্রেফতারকৃত হারুনসহ তার পরিবারের ৪ জনকে আসামী করে হত্যা মামলা করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।



(এম আর এস/এসসি/নভেম্বর ৮,২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test