E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বক্তাবলী পরগণা গণহত্যা দিবসে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

২০২৩ নভেম্বর ৩০ ১৮:২৪:৪৩
বক্তাবলী পরগণা গণহত্যা দিবসে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

মোঃ শান্ত, নারায়ণগঞ্জ : ভয়াল ২৯ নভেম্বর বক্তাবলী পরগণা গণহত্যা দিবসে বক্তাবলী পরগণার যুব সমাজের উদ্যোগে ১৩৯ জনের অধিক শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

২৯ নভেম্বর (বুধবার) বিকেল ৩ টায় নারায়নগঞ্জের আলিরটেকের ডিক্রিরচর ফেরিঘাট সংলগ্ন মাঠে উক্ত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলিরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী মো শাহীন রাজুর সভাপতিত্বে ও বিপি নিউজের পরিচালক আরিফুর রহমানের তত্ত্বাবধানে এবং বিপি নিউজের নির্বাহী সম্পাদক কাউছার মাহবুবের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়নগঞ্জ-৫ আসনের বার বার নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.কে.এম নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান।

এসময় পারভীন ওসমান বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগ আমরা কখনোই ভুলতে পারবোনা। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম হত্যাযজ্ঞ চালায় এই পরগণাত। তারা ২২ টি গ্রাম পুড়িয়ে দেয়, হত্যা করে ১৩৯ জন নিরীহ মানুষকে। যার মধ্যে ছিলো ছাত্র,শিক্ষক,কৃষক,শ্রমজীবী,নারী ও শিশু। আমি চাই এই ১৩৯ জন শহীদ ও শহীদের পরিবার তাদের প্রাপ্য সম্মানটুকু যেন পায়।

এসময় তিনি আজমেরী ওসমানের জন্য দোয়া চেয়ে বলেন, আপনারা জানেন বিএনপি-জামাতের নৈরাজ্যের প্রতিবাদে আমার ছেলে আজমেরী প্রতিদিন শহরে শান্তির মিছিল করছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন বাবার আদর্শ নিয়ে সাধারণ মানুষের পাশে সবসময় থাকতে পারে।

উক্ত অনুষ্ঠানে বিশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজির হোসেন, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ উল্লাহ আল মামুন,ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মো: শরীফ হোসেন শাহ,জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ভাওয়াল রিপন,আলিরটেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আলিনুর মোল্লা, আলীরটেক ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, আলীরটেক ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার মো:মোক্তার হোসেন, পূর্ব চরগরকুল উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাজির হোসেন, শহীদ পরিবারের সদস্য দেলোয়ার হোসেন মাস্টার,বিশিষ্ট ব্যাবসায়ী হাজী আলী আকবর,বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার রাসেল চৌধুরী,আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিল্পব সহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। এসময় দোয়া ও মোনাজাতের মাধ্যমে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

(এমএস/এএস/নভেম্বর ৩০, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test