E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

রায়পুরে ভুঁয়া দন্তচিকিৎসাকদের অর্ধশতাধিক চেম্বার !

২০১৪ নভেম্বর ০৮ ১২:৩২:৪১
রায়পুরে ভুঁয়া দন্তচিকিৎসাকদের অর্ধশতাধিক চেম্বার !

রায়পুর (লক্ষ্মীপুর)প্রতিনিধি :প্রতিষ্ঠানের ডিগ্রি নেই। নেই বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সনদও। তবুও লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে প্রায় অর্ধশতাধিক চিকিৎসালয় খুলে দন্তচিকিৎসা দিয়ে যাচ্ছে চিকিৎসক নামধারী কথিত ডেন্টাল চিকিৎসকরা।

তারা অনেকেই এসএসসি পাশ না করে ভূঁয়া বিএসসি ইন ডেন্টাল, সিডিএস, বিডিপি, বিডিএসটি’র নিবন্ধন নিয়ে নোংরা ঘিঞ্জি পরিবেশে চেম্বার খুলে রোগীদের সাথে প্রতারণা করে চিকিৎসক পদবী ব্যবহার করে আসছে।
কথিত দন্তচিকিৎসকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর অনুরোধ জানিয়েছে স্থানীয়রা।

শহরের বকুল নামে এক দাঁতের রোগী জানান, বেশ কয়েকদিন আগে তার দাঁতে সির সির করে উঠলে, তিনি আলাউদ্দিন ডেন্টালে যান। পরে ডেন্টাল ডাক্তার তার দাঁত দেখে বলেন আপনার দাঁতে রুট ক্যানেল করে ক্যাপ পরাতে হবে। এতে প্রায় ৪ হাজার টাকা খচর পড়বে। পরে তিনি সাড়ে ৩ হাজার টাকা ক্যাপ পরাতে রাজি হন। কিন্তু তার পরেও তার দাঁতটি ওই রোগ থেকে মুক্তি পায়নি।

পরে তিনি ঢাকা মেডিকেলের ডেন্টাল ডাক্তারের পরামর্শ নিয়ে মাত্র ২’শ টাকার ঔষধ খেয়ে ভাল হয়ে যান। এরকম অভিযোগ রয়েছে অসংখ্য।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জেন ডাঃ গোলাম ফারুক ভূইয়া বলেন, ডাক্তার পরিচয় নামধারী কথিত চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত অভিযান চালানো হবে। জেলা ও উপজেলার মধ্যে কোন ডিগ্রী ছাড়া ব্যাঙের ছাতার মত দন্তচিকিৎসকদের বিষয়টি আমাদের নজরে রয়েছে।

কথিত চিকিৎসকদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি পুলিশ প্রশাসন, সাংবাদিকসহ জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছেন।

(এমআরএস/এসসি/নভেম্বর০৮ ,২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test