E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নৌকার বিজয়ে আ.লীগের তৃণমূল নেতাদের অঙ্গীকার

২০২৩ ডিসেম্বর ০২ ১৯:১০:৫৪
নৌকার বিজয়ে আ.লীগের তৃণমূল নেতাদের অঙ্গীকার

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : আগামী ৭ জানুয়ারীর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত হয় বিশেষ বর্ধিতসভা। শুক্রবার বিকেল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই সভা চলে। সভায় নৌকার বিজয় নিশ্চিত করতে অঙ্গীকার ব্যক্ত করেন তৃণমূল আওয়ামীলীগ নেতা ও ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

জেলা পরিষদ ওডিটরিয়ামে সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: আসাদুল হক ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অসীম কুমার উকিল।

তিনি বলেন, ৫ বছর দায়িত্ব পালন করতে গিয়ে যতটুকু সফলতা এসেছে সবটুকু আপনাদের আর যতটুকু ব্যর্থতা সবটুকু আমার।

তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকথা রক্ষায় আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর আসনে বসাতে হবে। সারাবিশ্বে প্রসংশিত রাষ্ট্র নায়কের একটি নাম শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বেই আগামী স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সকলের কাছে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানাই। সকলেই ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার জন্য যে অঙ্গীকার করেছেন সেইজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি ও আমার পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই।

বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: নূরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেটা আবুল কালাম আজাদ গোলাপ, মোজাফরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জাকির আলম ভূঞা, পাইকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইসলাম উদ্দিন, রোয়ইলবাড়ী আমতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লুৎফুর রহমান আকন্দ, চিরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: এনামুল কবির খান, কান্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব আলম বাবুল, নওপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারুয়ার জাহান কাউসার, মাসকা ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম বাঙ্গালী, সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম, গনডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম আকন্দ কল্যাণ, গড়াডোবা ইউনিয়ন পরিষরদের চেয়ারম্যান কামরুজ্জামান খান সোহাগ, আশুজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মঞ্জুর আলী।

অপর দিকে তৃণমূল নেতাদের পক্ষে বক্তব্য রাখেন আশুজিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উজ্জল খানা, দলপা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজিম উদ্দিন ফকির, গড়াডোবা ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল আকন্দ, গনডা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম সুমন, মাসকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারি ভূঞা বকুল, বলাইশিমুল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জুমান, নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুমন, কান্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তাপস ব্যানার্জি, রোয়াইলবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এডভোকেট নূরুল আলম, পাইকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজু, মোজাফরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী ও কেন্দুয়া পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদ মাজহারুল ইসলাম জুয়েল।

এছাড়া নৌকার বিরুদ্ধে সকল প্রকার ষড়যন্ত্র ঠেকাতে সকলেই ঐক্যবদ্ধ দাবি করে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক ফনি ভূষণ ভদ্র মাধু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোখলেছুর রহমান বাঙ্গালী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জামিরুল হক, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আয়স উদ্দিন ভূঞা, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মহসীন, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপি, ছাত্রলীগের আহবায়ক ইফতিয়ার হোসেন তালুকদা, যুব মহিলালীগের সভাপতি কল্যাণী হাসান, উপজেলা তাঁতিলীগের আহবায় রাফসান জানি সিয়াম প্রমুখ। বিশেষ বর্ধিত সভায় কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১শ ২৬টি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

(বিএস/এসপি/ডিসেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test