E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বিএনএম' এ যোগ দিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

২০২৩ ডিসেম্বর ০২ ১৯:৩৮:৫৫
বিএনএম' এ যোগ দিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার।

বিএনএম’র দলীয় প্রার্থী হিসেবে ফরিদপুর-১ আসনে। এসময় তিনিও শাহ্ মো. আবু জাফরের সঙ্গে যোগ দেন।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদপুর-১ আসনের বিএনএম’এর দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফর আলফাডাঙ্গা প্রবেশ করেন এবং নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সমর্থকদের নিয়ে যোগদান করেন সৈয়দ আশরাফ আলী বাশার।

আলফাডাঙ্গায় আগমনে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা বিএনএম এর দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফরকে অভিনন্দন জানান।

আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী বাশার সতত্যা নিশ্চিত করে বাংলা ৭১কে বলেন, ফরিদপুর-১ আসনে বিএনএম’এর দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফরের আলফাডাঙ্গায় আগমন উপলক্ষে তাকে স্বাগতম ও অভিনন্দন জানিয়েছি, তার সঙ্গে থেকে নির্বাচন করবো।

বি এন এম এ যোগদান কেন করলেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নানা কারণ আছে। এই মুহূর্তে বিস্তারিত বলতে চাই না। আমি শুধু একা না, আমার কিছু সমর্থকও আমার সঙ্গে শাহ মোহাম্মদ আবু জাফরের নির্বাচন করবেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি, পৌরসভার সাবেক মেয়র সাইফুর রহমান সাইফার বাংলা৭১কে বলেন, সে যদি প্রকৃত আওয়ামীলীগ হত তাহলে অন্যা যায়গায় যেতে পারে না। ডাইরেক্ট সে নেমে গিয়েছে দলের বাইরে যা সংগঠন বহির্ভূত, শীঘ্রই দলীয়ভাবে তাকে বহিষ্কার করা হবে।

আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বাংলা ৭১কে বলেন, বিগত পৌরসভা নির্বাচনে দলীয় নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন সৈয়দ আশরাফ আলী বাশার। আজ আবার বিএনএম এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদপুর-১ আসনে বিএনএম’র দলীয় প্রার্থী শাহ্ মো. আবু জাফরের সঙ্গে তিনি যোগদান করেছেন। রোববার আওয়ামী লীগের বর্ধিত সভায় এ বিষয়ে আলোচনা করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য বিএনপি ছেড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ মোহাম্মদ আবু জাফর। বিএনএম থেকে তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছেন। ২০ নভেম্বর বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শাহ্ মোহাম্মদ আবু জাফরকে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

(টিইউ/এএস/ডিসেম্বর ০২, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test