E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে পেট্রোল বোমা ছুঁড়ে ধানবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ, চালক দগ্ধ

২০২৩ ডিসেম্বর ০৩ ১৪:০২:৩২
দিনাজপুরে পেট্রোল বোমা ছুঁড়ে ধানবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ, চালক দগ্ধ

শাহ্ আলম শাহী, দিনাজপুর : বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুতেইচল পেট্রোল বোমা ছুঁড়ে দিনাজপুরের কাহারোল উপজেলায় ধানবোঝাই ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকটি আংশিক পুড়ে গেলেও আগুনে দগ্ধ হয়েছে ট্রাক চালক।

শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার রামপুরা বাজারে এই ঘটনা ঘটেছে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ফারুকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'খবর পেয়ে পুলিশ ও কাহারোল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।আগুনে ট্রাকটির সামনের কেবিন ও কিছু অংশের সাথে কয়েক বস্তা ধান পুড়ে গেছে। দুর্বৃত্তদের নিক্ষেপকৃত পেট্রলবোমার আগুনে দগ্ধ চালক আনিস রহমান (২৭) ও ঢিলে আহত ট্রাকের হেলপার মফিজুল ইসলাম (৩০)কে উদ্ধার করে কাহারোল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।দুর্বৃত্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।'

পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর গ্রামের ট্রাক মালিক সুজন হোসেন (৪০) জানান, 'পঞ্চগড় জেলার বোদা উপজেলা থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-২৬৫৮) দিনাজপুর শহরের দিকে আসছিল। রাত ২টার দিকে কাহারোল উপজেলার রামপুরা বাজারে পৌঁছালে একটি মোটরসাইকেলে তিন জন দুর্বৃত্ত হেলমেট পরে এসে প্রথমে ট্রাকের সামনে ঢিল ছুঁড়ে। এসময় ট্রাকটির গতি একটু কমালে তারা পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।

ঢিলে ট্রাকের হেলপার মফিজুল ইসলাম (৩০) ও পেট্রলবোমার আগুনে চালক আনিস রহমান (২৭) এর ডান পা কিছুটা দগ্ধ হয়েছে। তাদের কাহারোল হাসপাতালে ভর্তি করা হয়েছ।

তিনি আরো জানান, ট্রাকটি পাঁচপীর এলাকা থেকে শনিবার দিনগত রাতে সাড়ে ১২টার দিকে দিনাজপুর সদর উপজেলার পুলহাট কাঞ্চন অটোরাইস মিলে যাচ্ছিল। ৫ জনের দুর্বৃত্তের একটি দল ৩ নম্বর মুকুন্দপুর ইউনিয়নের রামপুর মোড়ে ট্রাকটি আটক করে। এ সময় তারা ইট দিয়ে ট্রাকের সামনের গ্লাস ভেঙে ফেলে ও হেলপার শফিকুল ইসলামকে মারধর করে। চালক ট্রাক থেকে না নামায় দুর্বৃত্তরা তার শরীরে ও ট্রাকের কেবিনে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাকের কেবিন ও ধান পুড়ে যায়। একই সঙ্গে চালক আনিসুর রহমান আনিস দগ্ধ হন। পরে ৯৯৯ এ ফোন দিয়ে থানায় ও ফায়ার সার্ভিসে বিষয়টি জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে ও পরে চালক আনিসকে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ট্রাকের দগ্ধ চালক আনিসুর রহমান আনিস সদর উপজেলার ইয়ার পাড়া গ্রামের বাসিন্দা এবং হেলপার সফিকুল ইসলাম বোদা উপজেলার চন্দরবাড়ী গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

(এসএএস/এএস/ডিসেম্বর ০৩, ২০২৩)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test