E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় ৪ টি সংসদীয় আসনে সাবেক এমপি সতন্ত্র প্রার্থী আব্দুর রউফসহ ১৭ জনের মনোনয়ন বাতিল

২০২৩ ডিসেম্বর ০৪ ১৪:৩৫:৫৮
কুষ্টিয়ায় ৪ টি সংসদীয় আসনে সাবেক এমপি সতন্ত্র প্রার্থী আব্দুর রউফসহ ১৭ জনের মনোনয়ন বাতিল

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র যাছাই বাছাইয়ের শেষ দিনে কুষ্টিয়ায় মোট ৪ টি সংসদীয় আসনে সাবেক এমপি সতন্ত্র প্রার্থী আব্দুর রউফ সহ ১৭ জনের মনোনয়ন পত্র বাতিল করেছে জেলা রিটানিং কর্মকর্তা। কুষ্টিয়া সদর আসনের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও কুষ্টিয়ার মিরপুর ভেড়ামারা আসনে জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর প্রার্থীতা গৃহিত হয়েছে।


সোমবার বেলা ১১টায় জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক এহেতেশাম রেজা নিজ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র যাছাই বাছাই শুরু করেন। প্রত্যেকটি আসনের জন্য আধাঘন্টা সময় নিয়ে যাছাই বাছাই চলে দুপুর এক টা পর্যন্ত। কুষ্টিয়া-১ দেলতপুর আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৪ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়। কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনে মোট ১৩ জন প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। কুষ্টিয়া-৩ সদর আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী সহ ৪ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। আর কুষ্টিয়া-৪ কুমারখালী খোকসা আসনে মোট ১০ জন প্রার্থীর মধ্যে সাবেক এমপি আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফসহ ৩ জনের প্রার্থীতা বাতিল হয়েছে।

এতে মোট ৪টি সংসদীয় আসনে দাখিল করা ৪৬ জন প্রার্থীর মধ্যে ২৯ জনের প্রার্থীতা টিকে থাকলো।

জেলা প্রশাসক জেলা রিটানিং কর্মকর্তা এহেতেশাম রেজা বলেন, নিয়ম অনুযায়ী ঋন খেলাপী, আয়কর রিটান দাখিল, লাভজনক চাকরীসহ বিভিন্ন সমস্যা থাকায় বেশ কয়েকজন প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ সমর্থকের তথ্য সঠিক না থাকায় কয়েকজন প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে।

প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রার্থীরা আগামীকাল সকাল থেকে কমিশনের কাছে প্রার্থীতা ফিরে পাবার আবেদন করতে পারবেন।

(এমএজে/এএস/ডিসেম্বর ০৪, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test