E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এমপি হতে স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী

২০২৩ ডিসেম্বর ০৫ ১৫:১১:৪৬
এমপি হতে স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে সংসদ সদস্য হওয়ার জন্য ভোটযুদ্ধে নেমেছেন স্বামী-স্ত্রী। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল ও তাঁর স্ত্রী মুনিয়া আফরিন। ইতিমধ্যে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।

সোমবার মনোনয়নপত্র বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন রিটার্নিং কর্মকর্তা। এতে জেলার চারটি সংসদীয় আসনে ৩৪ জনের মধ্যে বাতিল হয়েছে সাতজনের মনোনয়নপত্র।

জানা গেছে, ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। ফলে মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল। আসনটিতে তার স্ত্রী মুনিয়া আফরিনও স্বতন্ত্র প্রার্থী হন। তবে বিষয়টি কেউ জানতেন না। সাধারণ ভোটারদের অভিমত ছিল, যদি নজরুল ইসলামের মনোনয়ন কোনো কারণে বাতিল হয় সেক্ষেত্রে প্রার্থী হবেন তার স্ত্রী। এজন্যই স্ত্রী মুনিয়া আফরিন মনোনয়ন জমা দিয়েছিলেন।

উপজেলার আউশিয়া গ্রামের ভোটার মফিজ মিয়া বলেন, নিজের প্রার্থীতা যদি বাতিল হয়, এ জন্যই মনে হয় তিনি ডামি হিসেবে স্ত্রীকে দাঁড় করিয়েছেন। এখন দুজনই বৈধতা পেয়েছে। কে দাঁড়াবে আর কে বসে যাবে, নাকি দুজনেই নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবে এটাই দেখার বিষয়।

আমজাদ হোসেন নামে আরেক ভোটার বলেন, নজরুল ইসলামের ডামি প্রার্থী হয়েছেন স্ত্রী মুনিয়া আফরিন। দুজনই বৈধতা পেয়েছে। তবে তাঁরা দুজনই যদি প্রতিদ্বন্দ্বিতা করেন, তাহলে বৈধভাবেই কমিশনের আচরণবিধি মেনে প্রচারণা চালাবেন এটাই তাদের প্রত্যাশা।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বলেন, আমার স্ত্রী ও আমার মনোনয়নপত্র বৈধ হয়েছে। দুজনই ভোটে লড়ব। কেউ কারও প্রতিযোগী মনে করছি না। আমারা বাদেও অনেকে প্রার্থী আছেন। জনগণ যাকে ভোট দেবে সেই বিজয়ী হবে।

এ ব্যাপারে মুনিয়া আফরিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি, এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিক বার কল করলেও তিনি রিসিভ করেননি।

(একে/এএস/ডিসেম্বর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test