E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরায় মানববন্ধন

২০২৩ ডিসেম্বর ০৫ ১৮:১১:৫৭
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সাতক্ষীরায় মানববন্ধন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : “ঐক্য গড়ুুন, নারী ও কিশোরীর প্রতি সহিংসতা বন্ধে বিনিয়োগ করুন” শ্লোগানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিন ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, মিডা’র নির্বাহী পরিচালক দুুলাল চন্দ্র দাশ।

মিডা-ম্যানপাওয়ার এন্ড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর আয়োজনে ও নাগরিক উদ্যোগের সহযোগিতায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাশ, মৃত্তিকা সমসাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠানে নির্বাহী পরিচালক মো: আব্দুস সালাম, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আফজাল হোসেন, বিডিইআরএম সাতক্ষীরা জেলা শাখার সভাপতি দিলিপ দাশ ও সদস্য মন্টু দাশ, দলিত নেতা গোবিন্দ দাশ, কার্তিক দাশ। ১৬ দিন ব্যাপি কর্মসূচির ধারনা পাঠ করেন সাথী দাশ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, আশ্রয়ের নির্বাহী পরিচালক সরদার গিয়াস উদ্দীন। মানববন্ধনে দলিত জনগোষ্ঠীর নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বাংলাদেশে এখনো নারীর প্রতি সহিংসতা অব্যাহত রয়েছে। এ সহিংসতা রুখতে নারী জনগোষ্ঠীকেও সচেতন হতে হবে। তাহলেই দেশে নারী নির্যাতন ও সহিংসতা বন্ধ হবে। পাশাপাশি পিছিয়েপড়া জনগোষ্ঠীর নারীদেরকেও এই আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানান বক্তারা।

(আরকে/এসপি/ডিসেম্বর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

২০ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test