E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মিলছে না বিদ্যুৎ উৎপাদনের হিসাব-নিকাশ

২০১৪ মে ০১ ১২:১৪:৫৩
মিলছে না বিদ্যুৎ উৎপাদনের হিসাব-নিকাশ

স্টাফ রিপোর্টার : সরকারি হিসেব অনুযায়ী বিদ্যুতের উৎপাদন ক্ষমতা এখন ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। ৫ মাস আগে বিদ্যুতের উৎপাদনের এ রেকর্ডকে স্মরণীয় করে রাখতে উৎসব করা হলেও বর্তমানে বিদ্যুতের উৎপাদন ও চাহিদার হিসাবের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না।

বিদ্যুৎ সংশ্লিষ্ট বিশিষ্টজনরা বলছেন, হিসাবে সরকার ফাঁকফোকর রেখে সময় পার করছে। আর এত দিন পর প্রধানমন্ত্রীর বিদ্যুৎ উপদেষ্টা বলছেন, বর্তমান অবস্থায় সাত হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন করা সম্ভব নয়।

গত বছর নভেম্বর মাসে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করে বাংলাদেশ। এ ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য ১২ নভেম্বর অনেক জাঁকজমক করে বিদ্যুৎ দিবস পালন করা হয়। প্রধানমন্ত্রী নিজে দেশবাসীকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার খবরটি জানিয়েছিলেন।

কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। এ বিষয়ে অর্থনীতিবিদ ও বিদ্যুৎ জ্বালানি গবেষক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বিদ্যুতের হিসাব নিয়ে সরকার সবসময়ই ফাঁকফোকর রেখে চালিয়ে দিচ্ছে। বিদ্যুতের প্রকৃত উৎপাদন এখন যা আছে গত বছর ১২ নভেম্বর প্রায় তেমনই ছিল। কিন্তু সরকার কী কারণে ১০ হাজার মেগাওয়াট উৎপাদনের ঘোষণা ঘটা করে দিয়েছিল তা বোধগম্য নয়।

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী বলেন, দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১০ হাজার মেগাওয়াট। তবে সাত হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয় না। দুই হাজার মেগাওয়াট উৎপাদনকারী বিদ্যুৎকেন্দ্র বর্তমানে রক্ষণাবেক্ষণে রয়েছে। আরও এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র তাপদাহের কারণে তাদের সর্বোচ্চ উৎপাদন করতে পারছে না।

(ওএস/এটি/মে ০১, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test