E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচিত হলে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন নৌকার প্রার্থী জিল্লুর রহমান

২০২৩ ডিসেম্বর ০৬ ১৬:১৫:০১
নির্বাচিত হলে সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিলেন নৌকার প্রার্থী জিল্লুর রহমান

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী শিল্পপতি মোহাম্মদ জিল্লুর রহমান নির্বাচিত হলে জেলা সদরে সরকারি মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি রোধের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এর আগে নৌকা প্রতীক পেয়ে মৌলভীবাজারে আসলে সেখানেও এমন প্রতিশ্রুতি দেন চমক লাগানো আওয়ামীলীগের এই প্রার্থী।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাব মিলনায়তনে মৌলভীবাজার-৩ আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভায় এমন প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। এসময় তাঁকে নৌকার মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের মনোনয়ন বোর্ড ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়েরা মহসিন ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সদস্য সাইফুর রহমান বাবুল। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান ও টেংরা ইউপি চেয়ারম্যান টিপু খান।

মতবিনিময় সভায় মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমি আপনাদের কথা দিতে চাই, নির্বাচিত হলে সংসদীয় আসনে উন্নয়নমূলক যে বরাদ্ধ আসে তা আপনাদের দিয়ে দিবো, আপনারা সেগুলো বিতরণ করে দিবেন। উন্নয়নমূলক যে বরাদ্ধ আসবে তাঁর সব তথ্য আপনাদের দিয়ে দেবো। কারণ এটা প্রচার হলে মৌলভবিাজার স্মাট আসন হবে, আওয়ামীলীগের উন্নয়নমূলক কার্যক্রম মানুষ বুঝতে পারবে।

তিনি বলেন, বর্তমানে দেশব্যাপী যে কমিউনিটি ক্লিনিক রয়েছে এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী খুবই আলোচিত। সারা দেশে এই কমিউনিটি ক্লিনিক সুনাম বয়ে আনছে। নির্বাচিত হলে এই কমিউনিটি ক্লিনিক নিয়ে কাজ করবো। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে মাও শিশু’র জন্য ১০ শয্যার একটি করে হাসপাতাল তৈরিরও প্রতিশ্রুতি দেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়েরা মহসিন বলেন, জিল্লুর রহমান একজন ভাল মানুষ, নেত্রী তাঁকে নৌকার মনোনয়ন দিয়েছেন, সেজন্য আমরা নেত্রীর উপর কোন কথা বলতে পারিনা। আমরা নেত্রীর সিদ্ধান্ত মেনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করে যাবো।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

(একে/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test