E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

নিরাপত্তাহীনতায় উপজেলা আ.লীগের সভাপতি, থানায় জিডি

২০২৩ ডিসেম্বর ০৬ ১৬:২২:৪৩
নিরাপত্তাহীনতায় উপজেলা আ.লীগের সভাপতি, থানায় জিডি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মশিয়ার রহমান জোয়ার্দ্দারের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় আছেন বলে দাবী করেছেন। এনিয়ে তিনি বুধবার দুপুরে হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কালীতলা বাজারে সাংগঠনিক কাজ শেষ করে বাড়ীতে ফিরছিলেন। পথিমধ্যে সাতব্রীজ বাজার এলাকায় পৌঁছালে আমার গাড়ি লক্ষ্য করে হরিশপুর গ্রামের রুবেল হোসেন, মধু মন্ডল, সোহেল আজাদ, শামীম, শমসের মন্ডলের নেতৃত্বে একটি সংঘবদ্ধদল লোহাব রড-চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা করতে আসে। এরপর তারা আমার গাড়িতে আক্রমনের চেষ্টা করে এবং ইট পাটকেল ছুড়ে ভাংচুর করে। তাৎক্ষনিক ভাবে স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করলে তাদের উপস্থিতিতে হামলাকারীরা পালিয়ে যায়।সে সময় আমার সাথে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা যুবলীগের আহবায়ক আশরাফুল জুয়েল,উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম। এরপর থেকেই আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমি আমার নিরাপত্তা ও জানমালের ক্ষতি এড়াতে হামলাকারীদের নাম উল্লেখ করে থানায় একটি জিডি করেছি।

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আমি এঘটনায় জেলা আওয়ামলীগসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিষয়টি মৌখিক ভাবে অবগত করেছি। দলীয় সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর লিখিত অভিযোগও দিয়েছি।

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, আওয়ামীলীগ নেতা মশিয়ার জোয়ার্দ্দার একটা সাধারন ডায়েরী করেছেন। আমরা তার নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করে যাচ্ছি।

(একে/এসপি/ডিসেম্বর ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test