E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

২০২৩ ডিসেম্বর ০৮ ১৩:০৮:১৮
কোটালীপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গোপালগঞ্জ প্রতিনিধি : দু'দিনের ব্যক্তিগত সফরের অংশ হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সকালে  তাঁর নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ কোটালীপাড়ায় এসে পৌঁছেছেন।

টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে রওয়ানা সকাল পৌনে ১০ টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে পৌঁছান।

এখানে তিঁনি কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঘরোয়া ভাবে স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

শেখ হেলাল উদ্দিন এমপি,শেখ সালাহ উদ্দিন এমপি, শেখ তন্ময় এমপি তাঁর সাথে রয়েছেন।

এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার বিকেলে দুই দিনের ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়া এসে পৌঁছান। সেখানে পৌঁছে তিঁনি টুঙ্গিপাড়া-কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

(এমএস/এএস/ডিসেম্বর ০৮, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মার্চ ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test