E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মান্দায় গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের দাবি তৃণমূল নেতা-কর্মীদের

২০১৪ নভেম্বর ০৮ ১৮:০২:৫৮
মান্দায় গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের দাবি তৃণমূল নেতা-কর্মীদের

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এখন বেহালদশা। দীর্ঘ এক যুগ পর আগামী ২৭ নভেম্বর কাউন্সিলের তারিখ নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা স্থগিত করা হয়। দলীয় স্বার্থ নয়, সম্পূর্ণ ব্যক্তি স্বার্থে ইউনিয়ন কমিটি গুলো গণতান্ত্রিক পদ্ধতিতে না করে পছন্দের লোকজনকে নিয়ে পকেট কমিটি গঠনের অভিযোগ উঠেছে। ফলে ওই উপজেলার ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীরা চরম ক্ষুব্ধ ও হতাশায় ভুগছে। শুক্রবার বিকেলে প্রসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা ও কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে নেতা-কর্মীদের মাঝে চরম হট্টগোলের সৃষ্টি হয়। তৃণমূল নেতা-কর্মীদের দাবির মুখে সেখানে সমঝোতার কমিটি গঠন হয়নি। তবে প্রক্রিয়া চলছে বলে শোনা গেছে।

জানা গেছে, বিগত ২০০৫ সালে মান্দা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে কমিটি গঠন করা হয়। এই কমিটির মেয়াদকালে ২টি জাতীয় নির্বাচন ও বেশ ক’টি স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হয়। চলতি বছর ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নৌকা জয়লাভ করে। উপজেলা চেয়ারম্যান পদে জামায়াত প্রার্থী নির্বাচিত হন। এমতাবস্থায় সাড়া দেশের মত মান্দা উপজেলা আওয়ামী লীগকে গোছানোর নির্দেশ দেন দলীয় হাই কমান্ড। সে অনুয়ায়ী নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি মো. আব্দুল মালেক অক্টোবরের শেষ সপ্তাহে মান্দা উপজেলা আওয়ামী লীগের এক সভায় আগামী ২৭ নবেম্বর সম্মেলনের দিন ধার্য করেন।

মান্দার ১৪ টি ইউনিয়নের মধ্যে ৮ ইউনিয়নের সম্মেলন সম্পন্ন হওয়ায় অবশিষ্ট ৬ ইউনিয়নের সম্মেলন সম্পন্ন করার জন্য উপজেলা কমিটির সঙ্গে জেলা কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিক হাফিজুর রহমান, রামজীবন মৈত্র বিপ্লু ও অধ্যক্ষ ইয়াকুব আলীকে বাকী ৬ ইউনিয়নে গণতান্ত্রিক পদ্ধতিতে স্বচ্ছ, সুন্দর ও নিরপেক্ষ কমিটি গঠনের দায়িত্ব দেন। ইউনিয়ন পর্যায়ে নতুন কমিটি গঠনের লক্ষ্যে তৃণমুলের নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ও স্বতঃস্ফুর্ততার সৃষ্টি হয়। কিন্তু গত ১ নবেম্বর উপজেলা আওয়ামী লীগের এক সভায় আগামী ২৭ নবেম্বরের কাউন্সিল স্থগিত করা হয়। এঘটনায় দলীয় ত্যাগী নেতা-কর্মীদের মাঝে হতাশা ছড়িয়ে পড়ে।

নেতা-কর্মীদের দাবি সমঝোতা না করে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ইউনিয়ন কমিটি গঠন করা হোক। তাদের মতে, বর্তমান উপজেলা কমিটির শীর্ষ নেতারা ফের পদে থাকার জন্য ইউনিয়ন পর্যায়ে পকেট কমিটি গঠন করছেন। এতে দলীয় কার্যক্রম আরো বিপর্যস্ত হয়ে পরবে। তবে মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার মো. জসিম উদ্দিন পকেট কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করে জানান, সকল কাউন্সিলরের মতামতের ভিত্তিতেই কমিটি গঠন করা হচ্ছে। আগামী ২৭ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত করার কথা স্বীকার করে তিনি বলেন, স্থানীয় মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামানিক দেশের বাইরে থাকায় ওই দিনের সম্মেলন স্থগিত করা হয়েছে। মান্দায় যে কোন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করতে বর্তমান কমিটি সক্ষম বলেও দাবি করেন তিনি।

(বিএম/এএস/নভেম্বর ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test