E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সালথায় বেগম রোকেয়া দিবস পালিত

২০২৩ ডিসেম্বর ০৯ ১৭:৫০:০৮
সালথায় বেগম রোকেয়া দিবস পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : "নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৩ইং উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা জয়িতাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা সমাজ সেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫জন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুর রহমান।

(এএনএইচ/এএস/ডিসেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test