E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কালিহাতীতে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

২০২৩ ডিসেম্বর ০৯ ১৮:৪০:০৫
কালিহাতীতে বেগম রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা

মোঃ সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : "নারীর জন্য বিনিয়োগ- সহিংসতা প্রতিরোধ" প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে "জয়িতা অন্বেষণে বাংলাদেশ'' শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা ও বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে এ সংবর্ধনা দেয়া হয়।

৫ জন জয়িতাদের মধ্যে, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী- এলেঙ্গা পৌরসভার কলেজপাড়া গ্রামের সরস্বতী দাস, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী-কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামের ইশরাত জাহান ইমা, সফল জননী নারী-উপজেলার কোকডহরা ইউনিয়নের পোষণা গ্রামের শাহানাজ আক্তার নাজমা, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী- উপজেলার নাগবাড়ী ইউনিয়নের মাঝি পাকুটিয়া গ্রামের জয়গুন খাতুন ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী- কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামের সুলতানা রাজিয়া খান।

এসময় জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলার খিলদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।

(এসএম/এসপি/ডিসেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৬ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test