E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হযরত খানজাহানের (রহ:) ওফাত দিবসে দুই দিনব্যাপী ওরশ শুরু

২০২৩ ডিসেম্বর ০৯ ১৯:৩৯:১৯
হযরত খানজাহানের (রহ:) ওফাত দিবসে দুই দিনব্যাপী ওরশ শুরু

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে হযরত খানজাহান (রহ:) ৫৭৭তম ওফাত দিবস উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) ভোর থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী পবিত্র ওরশ ও দোয়া মাহফিল। দেশ-বিদেশ থেকে হাজার- হাজার ভক্ত ও আশেকান পবিত্র ওরশ ও দোয়া মাহফিলে অংশ নিতে দেশের দ্বিতীয় আধ্যাত্বিক রাজধানী বাগেরহাট শহরতলীতে হযরত খানজাহান (রহ:) মাজার শরীফে এসে পৌঁছেছেন। ওফাত দিবসের বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ খালিদ হোসেনকে প্রধান করে প্রশাসান গঠন করেছে ওফাত দিবস উপলক্ষে ব্যবস্থাপনা কমিটি। নেয়া হয়েছে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা।

হযরত খানজাহান (রহ:) মাজার শরীফের প্রধান খাদেম শের আলী ফকির জানান, প্রায় ৬০০ বছরের অধিকাল আগে বাদশা ফিারেজ শাহ তোগলুকের নির্দেশে দিল্লীর জৌনপুর থেকে ৬০ হাজার সৈন্য নিয়ে সেনানায়ক হযরত খানজাহান (রহ:) ইসলাম ধর্ম প্রচারে যশোর হয়ে বাগেরহাটের আসেন। হযরত খানজাহান (রহ:) বাগেরহাটে ইসলাম ধর্ম প্রচারে পাশাপাশি প্রতিষ্ঠা করেন খলিফাতাদ রাজ্য। তার অমর সৃষ্টি ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদসহ ৩৬০ মসজিদ নির্মান ও সুপেয় পানির জন্য খনন করেন ৩৬০ দিঘী।

মৃত্যুর ১০ বছর আগে এই অধ্যাত্বিক সাধক বাগেরহাট শহরতলীতে তার মাজার শরীফ ও বিশাল দিঘীর নির্মান কাজ শেষ করেন। হযরত খানজাহান (রহ:) ৫৭৮ বছর আগে ইন্তেকাল করলে সেখানে তাকে সমাহিত করা হয়। এরপর থেকে তার ওফাত দিবস উপলক্ষে প্রতি বছর দুই দিনব্যাপী পবিত্র ওরশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে।

এবারে শনিবার ভোর থেকে হযরত খানজাহান (রহ:) ৫৭৭তম ওফাত দিবস উপলক্ষে দুই দিনব্যাপী পবিত্র ওরশ ও দোয়া মাহফিল শুরু হয়েছে। এই আধ্যাত্বিক ওলীর ওসিলায় আল্লাহর নৈকট্যে লাভের আশায় তার ভক্ত ও আশেকান রাতভর হালকায়ে জিকির, দোয়া - কোরআন খতমের পর ভোরে বাদ ফরজ আখেরী মোনাজাতে অংশ নিবেন। এরপর পবিত্র ওরশের তাবারক বিতরনের মধ্যদিয়ে শেষ হবে হযরত খানজাহান (রহ:) ৫৭৭তম ওফাত দিবস উপলক্ষে দুই দিনব্যাপী পবিত্র ওরশ ও দোয়া মাহফিল।

(এসএসএ/এএস/ডিসেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test