E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে চলন্ত ফেরি থেকে পড়ে বরযাত্রী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

২০২৩ ডিসেম্বর ০৯ ১৯:৪৩:১৬
বাগেরহাটে চলন্ত ফেরি থেকে পড়ে বরযাত্রী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে পানগুছি নদীতে পড়ে বৃদ্ধ এক বরযাত্রী নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীতে ফেরি পারাপারের সময় নদীতে পড়ে ফজলুল হক (৭০) নিখোঁজ হন।

ফজলুল হক পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলা থেকে ছেলের শ্যালকের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার সন্নাসী গ্রামে যাচ্ছিলেন। নিখোঁজ ফজলুল হকের ছেলে সেলিম শেখ নদীতে ঝাঁপ দিলেও তার বাবাকে উদ্ধার করতে পারেনি। দূর্ঘনটার পরপরই মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। শনিবার সকাল থেকে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এখনো নিখোঁজ বরযাত্রী ফজলুল হকের সন্ধান মেলেনি। নিখোঁজ ফজলুল হকের পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলা চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

নিখোঁজ ফজলুল হকের ছেলে সেলিম শেখ বলেন, বিয়েতে বরযাত্রী হয়ে যাওয়ার পথে ফেরি পারাপারের সময় তার বাবা মোবাইল ফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত ফেরীর বেরিয়ার পোস্টের বাইরে গেলে নদীতে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, দূর্ঘটনার পরপরই খবর পেয়ে ট্রলার নিয়ে নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ ফজলুল হকের সন্ধান পাওয়া যায়নি। শনিবার সকাল সাড়ে ৮টা থেকে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজের সন্ধ্যান না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

(এসএসএ/এএস/ডিসেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test