E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে মানবাধিকার দিবসে বিএনপির মানববন্ধন পণ্ডের অভিযোগ

২০২৩ ডিসেম্বর ১১ ১৫:৫৫:৫৫
মৌলভীবাজারে মানবাধিকার দিবসে বিএনপির মানববন্ধন পণ্ডের অভিযোগ

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কেন্দ্র ঘোষিত বিএনপির মানববন্ধন কর্মসূচি পণ্ড করে ব্যানার কেড়ে নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। 

রবিবার (১০ ডিসেম্বর) দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এলাকায় মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজিত মানববন্ধন শুরুর পরপরই পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় বলে অভিযোগ জেলা বিএনপি নেতাদের। এ সময় পুলিশ মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়েও যায়।

‘মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতা-কর্মী ও পরিবারের স্বজনদের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। এতে বিএনপির বেশ কিছু নেতা-কর্মী ও আইনজীবীরা অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুনসহ জেলা মহিলা দলের নেতাকর্মী মানববন্ধনে অংশ নেয়ার কিছুসময়ের পর সাদা পোষাকধারী পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। আয়োজকদের মানববন্ধন করা যাবে না বলে জানিয়ে ওই স্থান ত্যাগের নির্দেশ দেয় পুলিশ। তবে বিএনপির নেতা-কর্মীরা কর্মসূচি অব্যাহত রাখার চেষ্টা করে। তখন পুলিশ ব্যানার কেড়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের প্রথমে বাগ্বিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে যায়।

মানববন্ধনে অংশ নেয়া জেলা কৃষকদলের আহবায়ক শামীম আহমদ ও জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক শ্যামলী সূত্র ধর অভিযোগ করেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলাম। কিন্তু সাদা পোষাক ধারী পুলিশ এসে আমাদের ব্যানার কেড়ে নিয়ে মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দেয়।’তিনি বলেন, প্রেসক্লাব মোড়ে আমাদের নির্ধারিত স্থান ছিল। এ স্থান উল্লেখ করে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন স্বাক্ষরিত পত্র পূর্বেই পুলিশ প্রশাসনকে লিখিত ভাবে জানানো হয়েছিল। অথচ পোষাধারী পুলিশ সদস্যরা সকাল সাড়ে ১১ টা থেকেই প্রেসক্লাব চত্বর এলাকায় পুলিশ ছিল। সেখানে পুলিশ দাঁড়াতেই দেয়নি। পরে আমরা গভর্মেন্ট স্কুল সড়কের সামনে শান্তিপূর্ণ মানবন্ধন শুরু করলে সেখানে কিছুসময় পর পুলিশ এসে বাধা দেয় এবং জেলা বিএনপির ব্যানার কেড়ে নিয়ে যায়।

জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সাদাপোশাকধারী পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দিয়েছেন। জেলা বিএনপির মানববন্ধনের ব্যানার টিও কেড়ে নিয়ে গেছেন। যা কোনো গনতান্ত্রিক রাষ্ট্রে আচরণ তা হতে পারে না। ময়ুন বলেন, বাংলাদেশের মানবাধিকার এখন ধানখেত, পাটখেতে আশ্রয় নিয়েছে। মানবাধিকার এখন একটি দলের জন্য। বিরোধী দলের জন্য কোনো মানবাধিকার নেই।

এদিকে একই কর্মসূচিতে মানববন্ধন করেছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান এর নেতৃত্বাধিন জেলা বিএনপির অপর অংশও। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশাররফ হোসেন বাদশা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস্, মৌলভীবাজার পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, আনিসুজ্জামান বায়েছ, জামান আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক, পৌর বিএনপি নেতা রুনু আহমদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন আহমেদ, ২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, ৩ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম আহমেদ, সৈয়দ জমশেদ আলী, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাবেক ইউপি সদস্য আজির উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আমিরুল ইসলাম শাহেদ, মৌলভীবাজার পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।

(একে/এএস/ডিসেম্বর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test