E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

২০২৩ ডিসেম্বর ১১ ১৮:০১:৫৯
কাপাসিয়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকী পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন কাপাসিয়া প্রেসক্লাব সভাপতি সঞ্জীব কুমার দাস,প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল, সহ-সভাপতি সাইফুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক নূরুল আমিন শিকদার,সাংবাদিক এসএম মাসুদ প্রমুখ।

এ-সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী।৩৩ তম বিসিএসের এ কর্মকর্তা কাপাসিয়া উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ । কাপাসিয়া উপজেলা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে এখানে স্বাধীন বাংলার প্রথম প্রধানমন্ত্রী বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদের জন্মস্থান। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
সরকারি নিয়ম-নীতির মধ্যে কাপাসিয়ায় ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এর আগে তিনি কিশোরগঞ্জ সদর উপজেলায় ইউএনও হিসাবে কর্মরত ছিলেন।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test