E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভৈরবে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

২০২৩ ডিসেম্বর ১১ ১৯:৫০:৫৪
ভৈরবে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলার আঞ্চলিক শাখার আয়োজনে ভৈরবে ৭৫তম বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে পৌর শহরের রাণীর বাজারের নিজস্ব কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলার আঞ্চলিক শাখার সভাপতি মো. শাহনেওয়াজ গাজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহিদুল্লাহ, শিল্পী সোহরাব হোসেন বিজু, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ প্রভাষক শামীম আহমেদ, প্রভাষক মনির হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলার আঞ্চলিক শাখার সহ-সভাপতি ডা. হাবিবুর রহমান, ডা. বাবুল আচার্য, ডা. উসমান গণি, ভৈরব উপজেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য মো. কবিরুজ্জামান রুমান, পৌর আওয়ামী লীগ নির্বাহী সদস্য সাত্তার মিয়া, পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আশরাফুল আলম, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া, বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাদেক মিয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ রুবেল হোসেন, আবৃত্তি শিল্পী ফারহানা বেগম লিপি, কাজল আহম্মেদ ও শাহিনুর ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীরা ৩০ লক্ষ নারী-পুুরুষকে হত্যা করে। এতে মানবাধিকার লঙ্ঘন হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁদের স্ব-পরিবারকে হত্যা করা হয়। এতেও মানবাধিকার লঙ্ঘন হয়। ২০০১ সালের ২৪ আগস্ট ঢাকার আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড মেরে নারীনেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহতসহ অনেকেই আহত হয়। এসব ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়। বর্তমানে বিশ্বের ফিলিস্তিনে ইজরাইলের হামলায় প্রায় ১৮ হাজার নারী-পুরুষ-শিশুসহ অনেকেই নিহত ও আহত হয়েছে কয়েক হাজার লোকজন। এতে বিশ্বে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এসব ঘটনায় বক্তারা তীব্র নিন্দা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজল কান্তি পাল।

(এসএস/এএস/ডিসেম্বর ১১, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test