E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটে অচল খুলনা লঞ্চঘাট

২০১৪ নভেম্বর ০৯ ১১:২১:৪২
অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘটে অচল খুলনা লঞ্চঘাট

খুলনা প্রতিনিধি : নৌ-যান শ্রমিক ফেডারেশনের আহ্বানে অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে খুলনার ৭, ৪ ও ৫ নং লঞ্চঘাট অচল হয়ে পড়েছে। শনিবার দুয়েকটি কার্গো বার্জ লঞ্চ চলাচল করলেও রবিবার সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। এমনকি নৌযানে বোঝাই সার, চাল, সিমেন্টসহ মংলা বন্দর থেকে আসা সব পণ্য ওঠানামা বন্ধ রয়েছে।

নৌ-যান শ্রমিক ফেডারেশনের খুলনার সভাপতি দেলোয়ার হোসেন জানান, তারা ফেডারেশনের আহ্বানে সব ধরনের কাজ বন্ধ রেখেছেন নিরাপত্তার দাবিতে। কার্গো-বার্জ লঞ্চ ছাড়াও তেলের ট্যাংকারগুলোও এ ধর্মঘটে অংশ নিয়েছে। ফলে দ্রুত ধর্মঘট অবসান না হলে খুলনা আঞ্চলে জ্বালানি তেল সংকট দেখা দিবে।

নগরীর ৭, ৪ ও ৫ নং ঘাট পরিদর্শন করে সকালে দেখা যায়, সারি সারিভাবে সব নৌ-যান অবস্থান করছে। মাল খালাসের জন্য ট্রাক এসে অপেক্ষায় থাকলেও কোনো কার্গো বার্জ তাদের হ্যাচ খোলেনি। ফলে সব ধরনের কাজকর্ম বন্ধ রয়েছে।

খুলনা অঞ্চলের সভাপতি দোলোয়ার হোসেন জানান, তাদের কর্মসূচির সমর্থনে বিকেলে ৪টায় তারা বিক্ষোভ মিছিল বের করবেন।

এদিকে খুলনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোশারেফ হোসেন জানান, শনিবার দুপুর থেকে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্থান থেকে নৌ-যান এসে নোঙ্গর করে বসে থাকছে, তারা কোনো পণ্য খালাস করছে না।

(ওএস/এইচআর/নভেম্বর ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test