E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

দিনাজপুরে অজ্ঞাত রোগে ৪২টি গরুর মৃত্যু

২০২৩ ডিসেম্বর ১৩ ০০:৩৫:২৪
দিনাজপুরে অজ্ঞাত রোগে ৪২টি গরুর মৃত্যু

শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে অজ্ঞাত রোগে গত পাঁচ দিনে একটি গ্রামে ৪২টি গরুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও অর্ধশতাধিক।  বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এনিয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় গো-খামারিরা। তবে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে,এটা অজ্ঞাত নয়, এসএমডি অর্থাৎ ক্ষুরা রোগ। ইতোমধ্যেই নমুনা সংগ্রহ করে এর কারণ চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

এটি নতুন প্রজাতির ক্ষুরারোগ। প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে,বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর ঘোষপাড়ার বাসিন্দা মৃত গীরেন্দ্র নাথ ঘোষের ছেলে গোপাল ঘোষের ৩৫ টি গরু মহিষের মৃত্যু হয়েছে।

২০০০ সালের দিকে স্বাবলম্বী হওয়ার আশায় বাড়িতেই কয়েকটি গরু নিয়ে খামার গড়ে তোলেন ওই এলাকার বাসিন্দা দুই ভাই গোপাল ঘোষ ও আনন্দ ঘোষ। এরপর থেকে ধীরে ধীরে বাড়তে থাকে গরুর সংখ্যা। সর্বশেষ তাদের গরুর সংখ্যা দাঁড়ায় ১৩০টিতে। প্রতিদিন এই খামার থেকে ৫ শতাধিক লিটার দুধ উৎপাদিত হয়। মোটামুটি গরুতেই তারা স্বাবলম্বী। এরই মধ্যে গত কয়েকদিন ধরে গরুগুলোকে অজ্ঞাত রোগে আক্রমণ করে। প্রথমদিকেই চিকিৎসা শুরু করলেও ভালো হয়নি। পরের একে একে মারা যায় ৩৫টি গরু।

একই অবস্থা ওই এলাকার গোবিন্দ ঘোষেরও। তার খামারেও ছিল ২০টি গরু ও ১০টি মহিষ। যার মধ্যে একই রোগে ৫টি গরু ও একটি মহিষের মৃত্যু হয়। খামারি গৌতম ঘোষেরও মারা যায় একটি গরু। আক্রান্ত রয়েছে বেশ কয়েকটি গরু। এ নিয়ে ৩টি খামারের মোট ৪০টি গরুর মৃত্যু হয়েছে। আক্রান্ত রয়েছে প্রায় অর্ধশতাধিক।

ক্ষতিগ্রস্থ খামারী গোপাল ঘোষ জানান, তার গরুর খামারে ১৩০টি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। বৃহস্পতিবার হঠাৎ করে খামারের বেশ কয়েকটি গরু অসুস্থ্য হয়ে পড়ে। এরপর রাত থেকে গরুর মুখ দিয়ে লালা পড়ার শুরু করে। কোন কিছু বুঝে উঠার আগেই একের পর এক গরু মৃত্যু কোলে ঢলে পড়ে। কোন রোগে আক্রান্ত হয়েছে এখনও নিশ্চিত হতে পারছি না। রবিবার ৩৫ পর্যন্ত খামারের টি গরুর মৃত্যু রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এ ব্যাপারে গোবিন্দ ঘোষ জানান, একই ভাবে তার খামারের ১টি গরু এবং একটি মহিষের মৃত্যু হয়েছে। এর মধ্যে তার সহ প্রতিবেশীদের বেশ কয়েকটি গরু আক্রান্ত হয়েছে। ঘটনার পর থেকে গরু নিয়ে এলাকার মানুষ দিশেহারা এবং খামারীদের মাঝ আতংকের সৃষ্টি হয়েছে।

এদিকে সংবাদ পেয়ে শনিবার রাত থেকে উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরীনারী হাসপাতালের ভেটেরীনারী সার্জন ডা. শামীমা বেগমের নেতৃত্বে একটি ভেটেরীনারী মেডিকেল টিম ঘটনাস্থলে অবস্থান করছেন বলে জানিছেন বীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওসমান গণি শিশির।

তিনি বলেন, শনিবার রাতে সংবাদ পেয়ে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মৃত গরুর স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়েছে। সকাল থেকে নিজেও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো বিষয়টি তদারকি করছেন তিনি। এটি ফুড এন্ড মাউথ রোগের লক্ষণ বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এবং জেলা হতে একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম ঘটনাস্থলে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছেন।

ঘটনার পর থেকে খামারীদের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

হঠাৎ করে অজ্ঞাত রোগে একের পর এক গরুর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছে খামারিরা। ঘটনার পর থেকে খামারিদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তারা জানিয়েছেন, মুখ দিয়ে লালা ঝরা, দুর্বলতা ও কিছু না খাওয়া ছিল লক্ষণ। পরে ঘাড়বাঁকা হয়ে মারা যায় আক্রান্ত গরু।

ক্ষতিগ্রস্ত খামারি আনন্দ ঘোষ বলেন, ‘গরুগুলো আক্রান্ত হওয়ার পর চিকিৎসকদের জানাই। এরপর তাদের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করানো হয়। কিন্তু কোনও লাভ হয়নি। বর্তমানে দিনাজপুর, ঠাকুরগাঁও, বীরগঞ্জ, খানসামাসহ আশপাশের ভেটেরিনারি কর্মকর্তা ও চিকিৎসকরা চিকিৎসা দিলেও কোনও কাজ হচ্ছে না। দিন দিন অবস্থা আরও খারাপের দিকে চলে যাচ্ছে। ইতোমধ্যে যেসব গরু মারা গেছে তার মূল্য এক কোটি টাকারও ওপর।’

গরুর মৃত্যু ও আক্রান্তের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করার কথা জানিয়েছেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আলতাব হোসেন। তিনি বলেন,এটা অজ্ঞাত নয়, এসএমডি অর্থাৎ ক্ষুরা রোগ। ইতোমধ্যেই নমুনা সংগ্রহ করে এর কারণ চিহ্নিত করা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। এটি নতুন প্রজাতির ক্ষুরারোগ। প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।'

এদিকে এই অজ্ঞাত রোগে গরু মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে হঠাৎ শীত জেঁকে বসাকে এ জন্য দায়ী করছে।তাই গবাদি পশুর শরীরে ছট -ছালা ঢুকিয়ে রাখছে।

(এসএএস/এএস/ডিসেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test