E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রেরণা, শক্তি ও চলার পথ’

২০২৩ ডিসেম্বর ১৩ ১৭:০০:৩০
‘মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রেরণা, শক্তি ও চলার পথ’

শাহ্ আলম শাহী, দিনাজপুর : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, 'বাংলাদেশ বদলে গেছে। পৃথিবীর রাষ্ট্র প্রধানেরা ও সরকার প্রধানেরা বাংলাদেশের ভুয়সী প্রসংশা করছে।আমেরিকার প্রেসিডেন্ট একদিকে সেংশন দেয়। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সেলফি তুলে। এটাই হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সুখ আমাদের স্বাধীনতার সুখ। আমরা যখন দেখি ফ্রান্সের মত একটি শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপতি আমাদের প্রধানমন্ত্রীর সামনে শ্রদ্ধায় নুয়ে পড়ছে, তখন ৩০ লক্ষ শহীদের রক্ত ফিনকি দিয়ে উঠে। সেই স্বাধীনতা সুখের জন্য, মুক্তিযুদ্ধের বিজয়ের সাধ নেওয়ার জন্য। আমরা যখন দেখি মার্কিন স্টেট ডিপার্টমেন্টে প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে ব্রিফিং হচ্ছে, যখন দেখি জাতি সংঘ প্রতিনিয়ত বাংলাদেশ সম্পর্কে তাদের মন্তব্য দিচ্ছে, তখন আমাদের গর্বে বুক ভরে যায়।'

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে দিনাজপুরের বিরল উপজেলার ৭নং বিজোড়া ইউপি’র বহলা বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বীরত্ব গাঁথা ইতিহাস আছে। যেই ইতিহাস তাবত দুনিয়াকে জানিয়ে দিয়েছিলো বাঙ্গালী জাতি। মুক্তিযুদ্ধের আত্মদানের ইতিহাস ভুলে গেলে আমরা পথভ্রষ্ট হয়ে যাবো। মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের প্রেরণা, শক্তি ও চলার পথ। মুক্তিযুদ্ধেই হচ্ছে আমাদের সঠিক গন্তব্যে যাওয়ার অনুপ্রেরণা। সেই সঠিক পথে নিয়ে গিয়েছিলেন আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই রক্তের উত্তরাধিকার জননেত্রী দেশনেত্রী শেখ হসিনা আজকে বাংলাদেশকে উন্নয়ন, আত্ম মর্যাদা এবং সম্মানের জায়গায় নিয়ে গেছেন। বাংলাদেশকে আর কেউ খাটো করে দেখতে পারে না। বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হয়ে গেছে।’

তিনি আরো বলেন, ৭৫ পরবর্ত্তী যারা মুক্তিযুদ্ধের ইতিহাসকে পিছনের দিকে ঠেলে দেয়া হয়েছিল। মুক্তিযুদ্ধের সময় যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, সেই অপরাধীদের সামনের কাতারে আনা হয়েছিল। তাদের হাতে সমাজ রাজনীতি অর্থনীতি তুলে দিয়ে তাদের দ্বারা শিক্ষা ব্যবস্থা তৈরী করে বিকৃত ধ্যান ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ফলে বাংলাদেশ আগাইতে পারেনাই। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনাই। বাংলাদেশ মুখ থুবড়ে পড়ে গেছিলো। আমরা দেখেছি বাংলাদেশের মানুষ খাইতে পেতনা । শিক্ষার অধিকার ছিলো না। চিকিৎসা ছিলো না। পরণে কাপড় ছিলো না। বাসস্থান ছিলো না। এই বীরের জাতিকে একটি ভিক্ষুকের জাতিতে পরিনত করেছিলো ৭৫ পরবর্ত্তী জেনারেলেরা। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ ঘুরে দাড়িয়েছে। আজকে মুক্তিযোদ্ধারা বিজয়ের ও মুক্তি যুদ্ধের সাধ অনুভব করছে। তারা আজকে মনে করছে যে বাংলাদেশ বিজয় হয়েছে। কারণ বাংলাদেশ আজ আত্মমর্যাদায় দাড়িয়েছে। বাংলাদেশ এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর মত মেগা প্রকল্প করার সাহস রাখে। বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো বদলে গেছে। রাস্তা ঘাট কালবাট কথাও কোন কিছু বাকী নাই। বাড়ী বাড়ী বিদুৎতের আলোয় আলোকিত হয়েছে। মিশুরা বিনামূল্যে বই পাচ্ছে। প্রতিটি শিশু আজকে স্কুল যায়। প্রত্যেক মা বোন বিভিন্ন কমের্র সাথে জড়িত আছে। প্রত্যেকটি মানুষ আজকে কর্ম মূখর হয়েছে। ৭৫ পরবর্ত্তী সেই সরকারেরা শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করার চেষ্টা করেছে। প্রজন্মের পর প্রজন্মকে দেশ বিরোধী কাজে জড়িয়ে দিয়ে বিপথ গামি করা হয়েছে। বাংলাদেশ যেন মুক্তিযুদ্ধের প্রকৃত সাধ নিতে না পারে। বাংরাদেশ যেন স্বাধীনতা সুখ অনুভব করতে না পারে। ৩০ লক্ষ শহীদের রক্ত যেন বৃথা হয়ে যায। মা বোনদের আত্মত্যাগ এই বাংলাদেশে যেন প্রস্ফুটিত হতে না পারে। বীর মুক্তিযোদ্ধাদের যে গৌরব উজ্জল ইতিহাস, সেই ইতিহাস যেন ধূলায় ধুশর হয়ে যায়। এই ধরণের পরিকল্পনা নিয়ে তারা সেই কাজ করেছে। আমাদের নতুন প্রজন্ম যখন দেখে সমগ্র বাংলাদেশ ডিজিটাল হয়ে গেছে, এই দেশ থেকে ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে আমরা সমগ্র বিশ্বকে স্পর্শ করতে পারছি। তখন প্রজন্মরা মনে করে এটাই হচ্ছে বিজয়ের ও স্বাধীনতার সাধ। বাংলাদেশ এই যায়গাতে গেছে একটাই কারণ, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ। সেটিই হচ্ছে সঠিক পথ।

বিজোড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রহমান আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহ-সভাপতি আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, এড, রবিউল ইসলাম রবি (পি.পি), সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি, বিভ’তি ভ’ষণ সরকারসহ অন্যরা।

(এসএস/এসপি/ডিসেম্বর ১৩, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test