E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাসের ধাক্কায় পিকআপ ছিটকে সিএনজির ওপর, নিহত ২

২০২৩ ডিসেম্বর ১৫ ১৪:০৩:৪৭
বাসের ধাক্কায় পিকআপ ছিটকে সিএনজির ওপর, নিহত ২

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বাস, পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে চালকসহ দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ যাত্রী। ঘটনাস্থল থেকে বাস, পিকআপ ও সিএনজি জব্দ করে থানায় এনেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোর ৬ টার দিকে সদর উপজেলার টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনায় ওই দুই ব্যবসায়ী নিহত হন।

নিহতেরা হলেন, টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার মো. সলিমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০) ও জামালপুর সদর উপজেলার ছোনটিয়া পটল এলাকার আব্দুস সোবাহানের ছেলে সামছুল ইসলাম (৪৫)। এ সময় আহত হন জালাল উদ্দীন, মো. ওজি, মৌসুমি, সুজা মন্ডল, শরিফা, শহিদুল। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পিকআপের চালক সুজা মণ্ডলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ সূত্র জানায়, ভোরে শাদনান এন্টারপ্রাইজের একটি বাস ঢাকা অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল পিকআপ। পিকআপের পেছনে ছিল সিএনজি। বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের প্রচণ্ড ধাক্কায় পিকআপ পেছনের দিকে ছিটকে গিয়ে আঘাত করে সিএনজির ওপর। এতে ঘটনাস্থলেই দুই সবজি ব্যবসায়ী নিহত হন। আহত হন পিকআপ ও সিএনজির ৬ জন যাত্রী। দুর্ঘটনার পর বাসের চালক ও হেল্পার পালিয়ে যায়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহব্বত কবির বলেন, 'পরিবহনগুলো জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।'

(আরআর/এএস/ডিসেম্বর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test