E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় পুলিশ-ছিনতাইকারী বন্দুক যুদ্ধে নিহত ১, অস্ত্র উদ্ধার

 

২০১৪ নভেম্বর ০৯ ১৩:৫৪:০৭
কুমিল্লায় পুলিশ-ছিনতাইকারী বন্দুক যুদ্ধে নিহত ১, অস্ত্র উদ্ধার
 

কুমিল্লা প্রতিনিধি :কুমিল্লায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক ছিনতাইকারী নিহত এবং অপর ২ জন গুরুতর আহত হয়েছে।

এসময় ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছে পুলিশের দুই এস,আই।

এসময় পুলিশের লুট হওয়া একটি রিভলবারসহ তিনটি অস্ত্র উদ্ধার করে পুলিশ। আজ রবিবার সকাল সাড়ে ১০ টায় কুমিল্লার আলেখারচরে এই ঘটনা ঘটে। কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুমিল্লার শীর্ষ ছিনতাইকারী দল জিরা সুমনের সহযোগী রাব্বি, জনি ও পলাশ একটি মোটর সাইকেলে করে আলেখারচরের দিকে যাচ্ছিল। এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে তিন ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।


সেই সাথে পুলিশের এস,আই নুরুল ইসলাম ও এস,আই শহীদুল্লাহ আহত হয়। গুলিবিদ্ধ ছিনতাইকারীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে সেখানে ছিনতাইকারী রাব্বির মৃত্যু হয়।


এদিকে আহত দুইজন এস,আই কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশের লুট হওয়া একটি রিভলবারসহ তিনটি অস্ত্র উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য গত বৃহস্পতিবার শীর্ষ ছিনতাইকারী জিরা সুমনকে গ্রেফতারের চেষ্টা করলে সে ও তার সহযোগীরা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ফিরোজকে গুলিবিদ্ধ করে ও চাপাতি দিয়ে মারাত্মক আহত করে তার সাথে থাকা পুলিশের একটি অস্ত্র ছিনতাই করে নিয়ে যায়।

(একেএইচ/এসসি/নভেম্বর০৯,২০১৪)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test