E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

প্রান্তিক ১২৯ কৃষকের সুদমুক্ত ১০ লক্ষ টাকা কর্জ দিলেন প্রান্তিক জনকল্যান সংস্থা

২০২৩ ডিসেম্বর ১৫ ১৮:২৫:২৫
প্রান্তিক ১২৯ কৃষকের সুদমুক্ত ১০ লক্ষ টাকা কর্জ দিলেন প্রান্তিক জনকল্যান সংস্থা

এ কে আজাদ, রাজবাড়ী : ঘাম ঝরিয়ে আমার কৃষক সোনা ফলায় চাষে সুদ মুক্ত কর্জ দিয়ে থাকবো তাদের পাশে” আর্ত মানবতার সেবায় যেকোনো সময় যেকোনো জায়গায়” প্রান্তিক জনকল্যাণ সংস্থা” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইলে প্রান্তিক জনকল্যান সংস্থা ১২৯ জন প্রান্তিক কৃষকের মধ্যে সুদ মুক্ত ১০ লক্ষ টাকা কর্জ প্রদান করেছেন।

এ উপলক্ষে আজ শুক্রবার সকাল ১১ টায় কাসবামাজাইল বাজার এলাকায় আনুষ্ঠানিক ভাবে কৃষকদের হাতে এ টাকা তুলে দেওয়া হয়। এ সময় পাংশা উপজেলার কসবামাজাইল, কলিমহর, পাট্টা ও কালুখালী উপজেলার সাওরাইল ইউনিয়ন এর প্রান্তিক কৃষকদের মাঝে বিনা সুদে কমপক্ষে ১০ লক্ষ টাকা ধার- কর্জ প্রদান করা হয়।

কর্জ প্রদান অনুষ্ঠানে প্রান্তিক জনকল্যান সংস্থা’র উপদেষ্ঠা ও কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদের সভাপতিত্বে ভার্সুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রান্তিক জনকল্যান সংস্থা’র প্রধান উপদেষ্ঠা সদ্য অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা লে.জেনারেল এস এম মতিউর রহমান জুয়েল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রান্তিক জনকল্যান সংস্থা’র সাধারণ সম্পাদক শাহ মোঃ রুহুল করিব, প্রান্তিক জনকল্যান সংস্থা’র কৃষি বিষয়ক সম্পাদক শাহ মোঃ ফজলুল হক। এসময় উপস্থিত ছিলেন প্রান্তিক জনকল্যান সংস্থা পরিচালনা পর্রষদের সদস্য মোয়াজ্জেম হোসেন,সাইফুর রহমান,খায়রুল ইসলাম,কেরামত আলী, খান মোহাম্মদ মোসলেম উদ্দিন, শাহ মোঃ এনামুল কবির, লুৎফর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ এলাকার বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।

প্রান্তিক জনকল্যাণ সংস্থা’র সাধারণ সম্পাদক শাহ মোঃ রুহুল কবির বলেন- প্রান্তিক জনকল্যাণ সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা লে. জেনারেল (অব:) এস এম মতিউর রহমান মহোদয় প্রান্তিক কৃষকদের প্রয়োজনের সময় বিনা সুদে কর্জ প্রদান করার জন্য আমাদেরকে উৎসাহিত করেন এবং উনার পরামর্শে

২০১৮ সাল থেকে প্রয়াত কবি/ ছড়াকার নাসের মাহমুদ এর সভাপতিত্বে সর্ব প্রথম সংস্থার পক্ষ থেকে প্রান্তিক কৃষকদের প্রয়োজনের সময় বিনা সুদে নগদ অর্থ কর্জ দেওয়া শুরু হয়। এরপর থেকে এই কার্যক্রমটি সফলভাবে পরিচালিত হয়ে আসছে। অত্যন্ত আনন্দের বিষয় হল, এসব প্রান্তিক কৃষকরা তাদের কর্জের টাকা যথাসময়ে শতভাগ পরিশোধ করে থাকেন।

এ সময় কথা হয় সুবিধাপ্রাপ্ত একাধিক প্রান্তিক কৃষকের সাথে তারা বলেন- এখন আমাদের পেয়াজ চাষের মৌসুম চলছে কৃষকের হাতে টাকা নেই আমরা কোন এনজিও থেকে লোন নিলে মোটা অংকের সুদ দিতে হয় এতে করে আমরা ক্ষতিগ্রস্থ হয় আর এ সংস্থা কোন সুদ না নিয়ে এমনকি একটি ফরর্মের টাকাও তারা নেন না আমরা এ সুবিধা পেয়ে কৃষকরা উপকৃত হচ্ছি আগামী ৬ মাসের মধ্যে আমরা পূনরায় সংস্থায় টাকা ফেরত দিব কোন সুদ বা একটি টাকাও আমাদের বেশী দিতে হয় না। এ মহান কাজের জন্য আমরা সংস্থার সকলের জন্য দোয়া করি বিশেষ করে এস এম মতিউর রহমান জুয়েল সাহেব আমাদের জন্য এ ব্যবস্থা রাখায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ কার্যক্রমের বাইরেও প্রান্তিক জনকল্যান সংস্থা শিক্ষা বৃত্তি,অসহায় মানুষের চিকিৎসা সেবা,দরিদ্র মানুষের মধ্যে হাস মুরগী, ছাগল, গরু বিতরন, মাদক মুক্ত সমাজ গড়তে নানা কর্মমূচীসহ সামাজিক কর্মকান্ড করে চলছে সংস্থাটি।

(একে/এসপি/ডিসেম্বর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test