E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এমপি ঊষাতন তালুকদার

২০২৩ ডিসেম্বর ১৫ ২১:১০:৪৩
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন সাবেক এমপি ঊষাতন তালুকদার

রাঙ্গামাটি প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচনে রাঙামাটি পার্বত্য আসন থেকে প্রার্থিতা প্রত্যাহার আবেদনপত্র জমা দেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদার।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রিটার্নিং অফিসার বরাবরে সশরীরে আবেদনপত্র জমা দেন তিনি।

আবেদনপত্র জমা দিয়ে ঊষাতন তালুকদার বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সভাপতি গঙ্গামানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা ও সচিন চাকমা।

ঊষাতন সরে যাওয়ায় রাঙামাটিতে ভোটের মাঠে রইলেন আওয়ামী লীগের দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুনুর রশিদ, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির শাহ মো. মিজানুর রহমান।

রাঙামাটি রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার আবেদনে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তা গৃহীত হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের মাঠে চার জন প্রার্থী রয়েছেন।

২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেন জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদার। এরপর থেকে ২০১৪, ২০১৮ সালের নির্বাচনেও নৌকার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনিই। ২০১৪ সালে নির্বাচিতও হন। এবার নৌকার সঙ্গে এই প্রার্থীর জোর লড়াইয়ের সম্ভাবনা দেখছিলেন স্থানীয় ভোটাররা।

(আরএম/এএস/ডিসেম্বর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test