E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভৈরবে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আ. লীগ, ভোটারদের সাথে সমন্বয় ৬ প্রার্থীর

২০২৩ ডিসেম্বর ১৬ ১৬:০৭:৫৫
ভৈরবে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত আ. লীগ, ভোটারদের সাথে সমন্বয় ৬ প্রার্থীর

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : আসন্ন দ্বাদশ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে একমাত্র আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) প্রার্থী বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপনের পক্ষে সকাল সন্ধ্যায় প্রতিটি ইউনিয়ন ও পৌর শহরের ১২টি ওয়ার্ডে ব্যস্ত সময় পাড় করছেন দলীয় নেতা কর্মীরা। এ দিকে নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্যমতে আওয়ামী লীগ মনোনীত নাজমুল হাসান পাপন ছাড়াও এ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন আরো ৬ জন। এদের মধ্যে জাতীয় পার্টির নুরুল কাদের সোহেল, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পার্টির হাজী রুবেল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির হেলাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী আ. হাকিম, মোহাম্মদ আবদুস ছাত্তার ও তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম রয়েছেন। তবে তাদের প্রচারে দেখছেন ভোটারগণ। এ আসনে জাতীয় পার্টির নুরুল কাদের সোহেল ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পার্টির হাজী রুবেল হোসেনকে কিছু মানুষ সোস্যাল মিডিয়ার মাধ্যমে চিনলে-জানলেও বাকীদের কেউ চিনে বলে গুঞ্জন রয়েছে বিভিন্ন পাড়া মহল্লায়। 

খোঁজ নিয়ে জানা যায়, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন আওয়ামী লীগের দখলে দীর্ঘ দিন। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক প্রয়াত রাষ্ট্রপ্রতি আলহাজ্ব জিল্লুর রহমানের সংসদ সদস্য নির্বাচিত হওয়া আসন এটি। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও নারী নেত্রী আইভী রহমানের একমাত্র ছেলে পাপন। জিল্লুর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর থেকে এ আসনে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। ভোটারগণও এ আসনে তাঁর বিকল্প দেখছেন কাউকে।

অন্যান্য প্রার্থীদের মধ্যে নুরুল কাদের সোহেল, হাজী রুবেল হোসেন, হেলাল উদ্দিনের বাড়ি ভৈরবে। আ. হাকিম ও আবদুস ছাত্তার কুলিয়ারচরের বাসিন্দা। কিশোরগঞ্জ সদরে বসবাস করেন তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম।

নির্বাচন প্রস্তুতি সম্পর্কে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধিনে এবার অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। ভৈরব আওয়ামী লীগ নাজমুল হাসান পাপনকে বিজয়ী করতে আগামী ১৮ ডিসেম্বরের পর আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু হবে। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে কর্মীসভা শেষ হয়েছে। নির্বাচন আচরণবিধি মেনেই প্রচার প্রচরনা চালিয়ে যাচ্ছেন। ভৈরব কুলিয়ারচরে নৌকার বিকল্প নেই। অতিতেও ছিল না বর্তানেও নেই। এ আসন থেকে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ্।

এ বিষয়ে কথা হয় বাংলাদেশ জাতীয় পার্টির ভৈরব উপজেলা শাখার সাবেক সাধরণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নুরুল কাদের সোহেলের সাথে। তিনি ভোটারদের সাথে সমন্বয়ের অভাব রয়েছেন স্বীকার করে বলেন, নাজমুল হাসান আওয়ামী লীগ মনোনীত একজন শক্তিশালী প্রার্থী। টানা তিনবার তিনি পাশ করেছেন। আমি ভিন্ন চিন্তা ধারা ও নির্বাচনী কৌশল হিসেবে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত হেটে হেটে নিজের প্রচারণা করছি। নির্বাচন আচরণ বিধিমালা মেনে গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ভোটাররাও আমাকে ভোট দেয়ার আশ্বাস দিচ্ছেন। আমি বিভিন্ন চায়ের দোকানে অসহায় গরীব অবহেলিত মানুষদের সাথে নিয়মিত গণসংযোগ চালাচ্ছি। ১৮ ডিসেম্বরের পরে আমি ছোট বড় সভা করবো। সুষ্ঠু নির্বাচন হলে আমি পাশ করবো আশা রাখি।

ভৈরব উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শহরের ভোটাররা জানান, ভোট কেন্দ্রে যে যাবো জিল্লুর রহমানের ছেলে পাপনকেই চিনি অন্যদের চিনি না। বিএনপি নির্বাচনে আসে নাই তাই ভৈরবে নির্বাচনী আমেজ কম। আওয়ামী লীগ নেতারা নেতাকর্মীদের সাথে যোগযোগ রক্ষা করছে। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন প্রার্থী এখনো ভোট চাইতে আসে নাই। অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটারদের সাথে সমন্বয়ের অভাব রয়েছে। ভোট দিতে ও উন্নয়নের পক্ষে রয়েছি সেই সাক্ষী হতেই ভোট কেন্দ্রে যাবো ভোট দিতে।

ভৈরব শহরের ব্যবসায়ী রেনু মিয়া বলেন, কারা কারা প্রার্থী হয়েছে আমি জানি না। শুধু নৌকা মার্কা আছে জানছি। কেন্দ্রে ভোট দিতে যাবো কি না আমি বলতে পারছি না।

আরেক পিঠা বিক্রেতা মানিক মিয়া বলেন, যদি সুযোগ পাই ভোট দেয়ার তবেই কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবো।

(এসএস/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test