E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় বিজয় দিবসে স্মৃতিচারণ ও আলোচনা সভা 

২০২৩ ডিসেম্বর ১৬ ১৭:১১:১৮
কাপাসিয়ায় বিজয় দিবসে স্মৃতিচারণ ও আলোচনা সভা 

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় গাজীপুরের কাপাসিয়ায় নানা কর্মসূচির মধ্যে  দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ২১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

উপজেলা প্রশাসনের পরে এলাকার সর্বস্তরের মানুষ শহীদ ভেদিতে পুস্পস্তবক অপর্ণ করেন। এ সময় উপজেলা আওয়ামী, কাপাসিয়া বাজার সমিতি, কাপাসিয়া প্রেসক্লাব, সাবরেজিস্টার অফিস,যুবলীগ, ছাত্র লীগ, স্কাউট, দূনীতি প্রতিরোধ কমিটি, ক্রীয়া সংস্থা, কাপাসিয়া কলেজ, ও বিভিন্ন সাংগঠন।

সকালে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করার পর কাপাসিয়া প্রেস ক্লাবের বিজয় উৎসব দেয়ালিকা উন্মোচন করেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো আমানত হোসেনও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবধনা ও আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী এর সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, অফিসার ইনচার্জ আবুবকর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, বীর মুক্তিযোদ্ধা এম এ গনি, উপজেলা প্রকৌশলী মাইনুদ্দিন, কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, সমাজসেবা অফিসার রুহুল আমিন, নির্বাচন অফিসার মো. মাহাবুব, সমবায় অফিসার সিরাজুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আশরাফুল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা ও আনছার সদস্যগন ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এদিকে কাপাসিয়া উপজেলা সাবরেজিস্টার অফিসে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।শুভর সঞ্চালনায় দলিল লেখক সমিতির সভাপতি মো, ওবায়দুল কবীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সাবরেজিস্টার মো, নাজির আহমেদ রিপন, মো, নজরুল ইসলাম, মুনির হোসেন, মো, খোরশেদ আলম, সুজন, মোবারক হোসেন শাওন প্রমুখ।

(এসকেডি/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test