E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৌলভীবাজারে বিজয় দিবসে রাজনৈতিক দলসহ সর্বস্থরের মানুষের শ্রদ্ধার্ঘ

২০২৩ ডিসেম্বর ১৬ ১৭:১৬:৪০
মৌলভীবাজারে বিজয় দিবসে রাজনৈতিক দলসহ সর্বস্থরের মানুষের শ্রদ্ধার্ঘ

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্থরের মানুষের ফুলেল শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্যদিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে মহান বিজয় দিবস। জানানো হয়েছে ১৯৭১ সালে নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 

শনিবার (১৬ ডিসেম্বর) সূযদয়ের সাথে সাথে মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক,পুলিশ প্রশাসন,আওয়ামীলীগ-বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

শহীদ বেদীতে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান মৌলভীবাজার-৩ (সদর রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ,মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলা উদ্দিন, জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো; মনজুর রহমান পিপিএম (বার) জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা যুবলীগের সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমান, সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক ও মৌলভীবাজার প্রেসক্লাব।

পরে সকাল সাড়ে ৮টায় এম সাইফর রহমান ষ্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে কুচকাওয়াজ এবং মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন উপভোগ করেন হাজারও দর্শনার্থী। প্রদর্শন শেষে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।

এদিকে সকালে মৌলভীবাজারের শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জেলা বিএনপি। জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ ফয়জুল করীম ময়ূনের নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অপর দিকে একই সময়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমানের নেতৃত্বাধিন জেলা বিএনপির একাংশও শহরের চৌমুহনা এলাকা থেকে র‌্যালীসহ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সদস্য মোশারফ হোসেন বাদশা,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিন বকস,পৌর বিএনপির আহ্ববায়ক মুজিবুর রহমান মজনুসহ দলটির নেতাকর্মীরা।

(একে/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test