E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

২০২৩ ডিসেম্বর ১৬ ১৮:১৬:৪২
রাজবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে  যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর শনিবার সূর্যোদয়ের প্রথম প্রহরে সরকারি, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।পরে পুলিশ লাইনে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা হয়।

সকাল ৭ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আবু কায়ছার খান।পরে শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল, রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক সহ বেশ কয়েকটি স্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর জেলা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।

সকাল সাড়ে ৮ টায় শহীদ খুশী রেলওয়ে মাঠে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউটস, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,গার্লস গাইড ও শিশু কিশোর সংগঠনের সমন্বয়ে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়।জেলা প্রশাসক আবু কায়ছার খান ও পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।

সকাল ১১ টায় অফিসার ক্লাবে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মধ্যহ্নভোজ অনুষ্ঠিত হয়।

(একে/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test