E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে মহান বিজয় দিবস উদযাপন

২০২৩ ডিসেম্বর ১৬ ১৮:৫৭:১২
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নীলফামারীতে মহান বিজয় দিবস উদযাপন

ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : বিপুল উৎসাহ উদ্দীপনা এবং যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন হচ্ছে নীলফামারীতে। এ উপলক্ষে সরকারী কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালন করছে।

আজ শনিবার সকাল ৬টা ৪৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী কর্মসূচী শুরু হয়।

এ লক্ষ্যে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে স্থাপিত স্বাধীনতা স্মৃতি অম্লান স্মৃতিসৌধতে শহীদ বেদিতে রাষ্ট্রের পক্ষে পুষ্পমাল্য অপর্ণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার, সিভিল সার্জন, আওয়ামী লীগ, যুবলীগ, জেলা বঙ্গবন্ধু পরিষদ, জেলা শ্রমিক লীগ, সদর উপজেলা শ্রমিক লীগ, পৌর শ্রমিক লীগ, ছাত্রলীগ, সড়ক ও জনপথ বিভাগ, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল, শিক্ষা প্রকৌশল, জেলা আইনজীবী সমিতি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও বেসরকারি উন্নয়ন সংস্থা ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

স্মৃতিস্তম্ভে শহীদদের শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সকাল ৯ টার দিকে জেলা হাইস্কুল মাঠে বিজয় দিবসের কুচকাওয়াজ ও শারিরীক কসরত সহ বিভিন্ন ধরনের খেলাধুলার অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে মুক্তিযোদ্ধাদের দ্রুত হাটা প্রতিযোগীতা ও ডিসি গার্ডেনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ছাড়া দিনব্যাপী নানা কর্মসুচি পালন অব্যাহত রয়েছে।

(ওকে/এসপি/ডিসেম্বর ১৬, ২০২৩)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test